সারাক্ষণ ডেস্ক
গরমের সময় নিজেকে সতেজ রাখতে শেভিংয়ের বিকল্প নেই। কিন্তু প্রতিদিনের এই পরিচর্যায় অনেকটাই বাধা সৃষ্টি করে শেভিংয়ের পর গালে জ্বালা করার বিষয়টি। শেভিংয়ের পর অবশ্যই মুখের ত্বকে বাড়তি যত্ন নিতে হবে। ব্লেড বাছাই থেকে শুরু করে দাড়ি কাটার পদ্ধতিতেও থাকতে হবে সতর্ক।
বিশেষজ্ঞরা বলছেন,ত্বক যত শুষ্ক থাকবে শেভিংয়ের সময় তত বেশিই জটিলতা দেখা দেবে। পুরুষদের শেভিংয়ের পর গালে জ্বালাভাবে মুখের ত্বকে চোট পড়ার আশঙ্কা থাকে, যা ত্বকের কোমলতা নষ্ট করে। পাশাপাশি মুখের ত্বকের সৌন্দর্যহানি করে।
এ সমস্যা থেকে মুক্তি পেতে শেভিংয়ের আগে নিতে হবে কিছু সাধারণ প্রস্তুতি।
শেভিংয়ের আগে মুখে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে শেভিং বা দাড়ি কাটার সময়ে ত্বক কোমল ও আর্দ্র থাকবে। দাড়ি ছোট হলে তাতে পানি ছিটিয়ে নরম করে নিন। আর খুব লম্বা হয়ে গেলে প্রথমেই ব্লেড বা রেজার ব্যবহার না করে আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিন।
শেভিংয়ের জন্য কোনো ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।
এভাবে শেভিংয়ের পদ্ধতি মেনে চললে মুখের ত্বকের চামড়া শক্ত, অমসৃণ বা খসখসে হবে না। অনেক সময় এসব নিয়ম মেনে চলার পরও চুলকানি কমে না। এমতাবস্থায় যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
Leave a Reply