সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং অফিসিয়ালের “বাক স্বাধীনতার উল্লাস ২.০”

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১০ পিএম

সারাক্ষণ ডেস্ক

গত ৩০শে আগষ্ট, ২০২৪ ইং বিশ্ব সাহিত্য কেন্দ্রে “পাবলিক স্পিকিং অফিসিয়াল” অত্যন্ত সফলতার সাথে আয়োজন করল “বাক স্বাধীনতার উল্লাস ২.০” ইভেন্টটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মাহবুব কবির মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ‘এসএলএসডি’ এর ফাউন্ডার জনাব প্রফেসর মইনুদ্দিন চৌধুরী, প্রফেসর ও চেয়ারম্যান জনাব জুলফিকার আলী (বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি), ঢাকা রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক জনাব মিজান রহমান, বিশিষ্ট ট্রেইনার ও মাইন্ডভানার ফাউন্ডার জনাব জিএম ইফতেখার ইফতি, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব শাফাক হোসেন, কর্পোরেট ট্রেইনার কাজী শামিম, এস এস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আমান উল্লাহ্ এবং সফট স্কিল ট্রেইনার জনাব সাহেদ হোসেন।

 

 

“বাক স্বাধীনতার উল্লাস ২.০” এর আয়োজক ও পিএসও এর ফাউন্ডার জনাব মো: সোলায়মান আহমেদ জীসান বলেন, ‘বাক স্বাধীনতা আমাদের নাগরিক অধিকার। কিন্তু এই বাক স্বাধীনতার সৌন্দর্য্য রক্ষা করতে হবে সঠিক জায়গায় সঠিক কথা ও ভালো কথা বলার মাধ্যমে। কোন বাজে কথা বলা, কাউকে হেয় বা ট্রোল করে কথা বলা, কথার মাধ্যমে কারো ক্ষতি করা এইসব কাজ আসলে স্বাধীনতার মাঝে পড়ে না। ব্যাক্তি, সমাজ ও দেশের উন্নয়নে ভালো ইতিবাচক কথা বলতে হবে তাহলেই এই বাক স্বাধীনতা তার পূর্নতা পাবে।’

এই বিশেষ আয়োজনে ট্রাফিক ম্যানেজমেন্ট কাজ করার জন্য ও বন্যার্তদের উদ্ধার এবং ত্রান কার্যে সহযোগীতার জন্য ৩৬ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদেরকে ‘হিরোস ইন একশান’ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে উপস্থিত সকলকে মুগ্ধ করেন বিশ্ব রেকর্ডধারী ম্যাজিশিয়ান জনাব এস.এ ওয়ালিদ। তার অসাধারণ ম্যাজিক প্রদর্শন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এই বিশেষ আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন, যা “পাবলিক স্পিকিং অফিসিয়াল’-এর লক্ষ্য এবং উদ্দেশ্যকে আরো শক্তিশালী করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024