পাণ্ডারা সব দেশের শিশু ও কিশোরদের কাছে খুব প্রিয় জন্তু। পাণ্ডাদের নিরীহ অথচ দুষ্টুমিভরা আর খানিকটা হাবাগোবা ভাব দেখে তাদের আদরই করতে ইচ্ছে করে।
কিন্তু পাণ্ডাদের জীবন এখন বিপন্ন হয়ে উঠেছে। কারণ, তারা যে কঞ্চি বাঁশ ও তার পাতা খেয়ে বেঁচে থাকে সেই সব বাঁশগাছে হঠাৎ ফুল ধরতে শুরু করেছে। তোমরা বোধ হয় জানো ফুল ধরার পরই বাঁশগাছ শুকিয়ে যায়। তবে এমন অঘটন কদাচিৎ ঘটে থাকে। তাই পাণ্ডারা এখন উপোস করে থাকবার মতো অবস্থায় পড়েছে। ইতিমধ্যেই বেশকিছু পাণ্ডা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু না খেতে পেয়ে প্রাণ দিয়েছে। একে তো পাণ্ডাদের সংখ্যা খুবই কম, এখন তা আরো কমে যাচ্ছে।
Leave a Reply