সারাক্ষণ ডেস্ক
হেলথ এন্ড হোপ হাসপাতাল এর ষোড়শ বার্ষিক সাধারণ সভা (AGM) হেলথ এন্ড হোপ হাসপাতাল প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। মাননীয় চেয়ারম্যান মহোদয় ডা. এম এইচ চৌধুরী (লেলিন) এর সভাপতিত্বে এই সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণ বিভিন্ন আলোচনা ও বিশ্লেষণে সক্রিয় অংশগ্রহণ করেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক এ বি এম জামাল। পর্যায়ক্রমে শোক প্রস্তাব, ব্যবস্থাপনা পরিচালকের বার্ষিক প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উত্থাপন করেন পরিচালকমন্ডলীর পক্ষে ডা. পংকজ কান্তি সূত্রধর, অধ্যাপক মানস কুমার বসু, অধ্যাপক সারওয়ার ইবনে সালাম ও ডা. কায়সুর রাব্বী।
মুক্ত আলোচনা পর্বে রিপোর্টসমূহের উপর গুরত্বপূর্ণ মতামত দেন উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ। সভায় সেবার মান এবং ব্যাপ্তি আরও বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রতিবেদনের উপর সংযোজন-বিয়োজনের মধ্য দিয়ে রিপোর্ট গৃহীত হয়। ডা. এম এইচ চৌধুরী লেলিন- চেয়ারম্যান ও ডা. পংকজ কান্তি সূত্রধর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বহাল রেখে বর্তমান পরিচালনা পর্ষদ কেই পুননির্বাচন করা হয়।
Leave a Reply