রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

ফের ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে লাহোর

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০১ এএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “মালয়েশিয়ায় টাকা ‘পাচারে’ আমিনুল ও রুহুল আমিন”

মালয়েশিয়ার শ্রমবাজারে চক্র গড়ে বিপুল টাকা পাচার করা হয়েছে। অভিযোগ উঠেছে, ‘চক্র ফি’ হিসেবে কর্মীপ্রতি এক লাখ টাকা করে পাচার হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। ভিসা ‘বাণিজ্যের’ নামে পাচার হয়েছে আরও ৩ হাজার ৭৫০ কোটি টাকা। সব মিলিয়ে পাচারের পরিমাণ দাঁড়াবে অন্তত ৮ হাজার ৭৫০ কোটি টাকা।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত ছিল না। দেড় হাজারের বেশি এজেন্সির মধ্য থেকে ১০০ এজেন্সির একটি চক্র বা সিন্ডিকেট গড়ে উঠেছিল। চক্রের সদস্যরা মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯ হাজার টাকার জায়গায় গড়ে ৫ লাখ ৪৪ হাজার টাকা নিয়েছেন বলে উঠে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক ভেরিটে ইনকরপোরেটেডসহ পাঁচটি সংস্থার এক জরিপে (মে, ২০২৩)।

চক্রে থাকা দুটি রিক্রুটিং এজেন্সির মালিক প্রথম আলোর কাছে তুলে ধরেছেন কীভাবে তাঁদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে তা মালয়েশিয়ায় পাচার করা হতো। তাঁরা বলেছেন, চক্রটির হোতা আমিনুল ইসলাম বিন আমিন নূর, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক। বাংলাদেশে তাঁর প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন ওরফে স্বপন।

চক্র গড়ে শ্রমিক পাঠানো, ঘুষ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজারের দরজা বারবার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মে মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ হয়ে গেছে। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজারগুলোর একটি।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “ফের ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে লাহোর”

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। রাজধানী ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মান উন্নতির দিকেই ছিল। বৃষ্টি কমতেই ফের মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের বাতাসে দূষণ বাড়তে শুরু করেছে। এদিকে সবচেয়ে বেশি বায়ুদূষণের কবলে রয়েছে পাকিস্তানের লাহোর।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে ১৫১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পর্তুগালের রাজধানী লিসবন, ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোর ১২৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

 

বণিক বার্তার একটি শিরোনাম “এখনো মেলেনি সোহরাওয়ার্দী হাসপাতালের মরদেহের হিসাব”

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের বড় একটি অংশকে নেয়া হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিষ্ঠানটির সর্বশেষ হিসাব অনুযায়ী, হাসপাতালে মোট ৪৯ জনের মৃত্যু রেকর্ডভুক্ত করা হয়। তবে জুলাই ও আগস্টে হতাহতের দিনগুলোয় হাসপাতালে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ভাষ্য, মৃতের সংখ্যা ১০০-১৫০ হবে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের প্রকৃত তথ্য গোপন করেছে বলে অভিযোগ তুলেছেন এ চিকিৎসা কেন্দ্রের অনেক শিক্ষানবিশ চিকিৎসক।

কোটা সংস্কার আন্দোলনের সময় সোহরাওয়ার্দী হাসপাতালে সবচেয়ে বেশি হতাহত আসতে শুরু করে ১৮ জুলাই থেকে। সেই সময়কার পরিস্থিতি নিয়ে বণিক বার্তার এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ১০ চিকিৎসকের।

এসব চিকিৎসকের ভাষ্য, জুলাইয়ের ১৮ তারিখেই শতাধিক ব্যক্তিকে মৃত ও আহত অবস্থায় এ হাসপাতালে আনা হয়। আহতদের অনেকেই পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ১৯ জুলাই মৃত অবস্থায় আনা হয় ৩৩ জনকে। আহত অবস্থায় যাদের আনা হয়, তাদের মধ্যে ভর্তি অবস্থায় মারা যান আরো ২৫-৩০ জন।

প্রত্যক্ষদর্শী এসব চিকিৎসক বলছেন, শুধু ১৯ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালে অন্তত ৬০ জন মারা গেছেন। ২০ জুলাই দিনের একটি শিফটে ২০ জনের অধিক মৃতদেহ আনা হয় বলে জানান ওই শিফটে দায়িত্বরত এক চিকিৎসক। কোটা সংস্কার আন্দোলন আগস্টের প্রথম দিন থেকে তীব্র আকার ধারণ করে। দায়িত্বরত চিকিৎসকরা জানান, ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত হাসপাতালে ১০-১৫ জনের মরদেহ এসেছে। প্রত্যক্ষদর্শী চিকিৎসক ও হাসপাতালের মরদেহ তালিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহের প্রকৃত তথ্য গোপন করল কেন?

 

 

মানবজমিনের একটি শিরোনাম “দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ”

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এছাড়া বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ পালন করে আসছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024