সারাক্ষন ডেস্ক
পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
মানসিক শক্তি‘র মূল উৎস
মানসিক শক্তির মূল উৎস হলো, আত্মকেন্দ্রিক না হয়ে কাজ কাজ করা। বরং কাজের ভেতরে একটি ত্যাগের মানসিকতা ও নিজের স্বার্থকে ভুলে থাকার উপাদান যোগ করা। আর তার সঙ্গে ভয়হীন মানসিকতা অর্থাৎ রবীন্দ্রনাথের ভাষায় “চিত্ত যেথা ভয় শূন্য” সেই ভয় শূন্য মনোজগতই মানসিক শক্তির মূল উৎস । মানসিক শক্তিকে সব সময়ই উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছানের জন্যে নিবেদিত রাখাতে হবে। প্রস্তুত থাকতে হবে উদ্দেশ্য অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং অবিচল থাকায়।
দীর্ঘপথকে লক্ষ্য করে না এগুলে মানুষ কখনই বুঝতে পরে না কত দূরত্বে যাওয়ার অসীম শক্তি তার আছে
বাস্তবে নেতৃত্বের অন্যতম বড় গুন হলো হিমালয়ের চূড়া নয়, ,মহাকাশ নয়, তার থেকেও অজানা অসীম পথে পাড়ি দেওয়া বা চলা শুরু করা। এবং সেই চলার পথে যত বাধা আসুক সেজন্য কখনই না থামা। মানুষ আসলে অসীম শক্তিশালী। এই শক্তি তার নিজের ভেতরই আছে। শুধু তাকে সেটা বের করে আনতে হবে, দীর্ঘ লক্ষ্যকে সামনে নিয়ে পথ চলা শুরু করে।
মানুষ যা হতে চায় তাকে তাই হতেই হবে
মানুষ যেখানে আছে সেখানেই আটকে যায় বা গন্ডিবদ্ধ জীবনে আটকে পড়ে- মূলত সে তার বৃত্ত ভাঙ্গতে চায় না বলে। বাস্তবে একজন নেতাকে আগে সেই ইচ্ছে শক্তি তার কাজের ক্ষেত্রে অর্জন করতে হবে, সে যায় হতে চায় সেটাই সে হবে। কেউ তাকে ঠেকাতে পারবে না। যা কিছু বাধা আসছে তা বাস্তবে সাময়িক। তার ইচ্ছে শক্তিই তাকে চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবে।
Leave a Reply