সারাক্ষণ ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক আজমল হোসেন খাদেম আর নেই। গতকাল সোমবার রাত ১২.৪৫ মিনিটে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিতকারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর বনানী জামে মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুম আজমল হোসেন খাদেম বাংলার বাণী, খবর, ইত্তেফাক, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আজমল হোসেন খাদেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply