শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.১২ পিএম

সারাক্ষণ ডেস্ক

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং রোজ বুধবার সকাল ১১ টায় অন্তর্বর্তকালীন সরকারের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের একটি প্রতিনিধি দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে দুবাই এর ভিসা সমস্যা সমাধানের প্রয়োজনে মাননীয় নৌ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। দুবাই ও মধ্যপ্রাচ্যের ভিসা সমস্যার কারণে প্রায় কয়েকশত নাবিক জাহাজে আটকা পড়েছেন। নতুন করে নাবিকরাও জাহাজে যোগদান করতে পারছেন না। ফলশ্রুতিতে জাহাজ মালিকেরা ফিলিপাইন, পাকিস্তান এবং ভারত থেকে নতুন করে মেরিন ইঞ্জিনিয়ার ও অফিসার নিয়োগ দিচ্ছে। ফলে বাংলাদেশ হারাচ্ছে বিপুল পরিমান রেমিটেন্স। নাবিকদের চাকরির বাজার সৃষ্টিতে মেরিটাইম কাউন্সিলর পদ সৃষ্টি করে বড় বড় জাহাজ কোম্পানী অধ্যুষিত দেশসমূহে নিয়োগ দেওয়ার দাবি তোলা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশী পতাকাবাহী জাহাজের সংখ্যা বৃদ্ধিতে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চীফ ইঞ্জি. শেখ মাসুদ রানা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নৌ উপদেষ্টা ব্রি. জেনা. অব. সাখাওয়াত হোসেন এবং নৌ সচিব সঞ্জয় কুমার বনিক, ফেডারেশনের মহাসচিব প্রকৌশলী রেদওয়ান শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ইফতেখার আলভী, চীফ ইঞ্জি. মিজানুর রহমান, চীফ ইঞ্জিনিয়ার সুফল তালুকদার এবং ক্যাপ্টেন সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

মহাসচিব প্রকৌশলী রেদওয়ান শিকদার তার বক্তব্যে বলেন, পানামার মতো একটি ছোট্ট দেশে যেখানে ৮ লক্ষ মেরিনার রয়েছে সেখানে বাংলাদেশে নাবিকদের সংখ্যা মাত্র ২০ হাজার। যথাযথ রোড ম্যাপের আওতায় বাংলাদেশের নাবিকদের সংখ্যা বৃদ্ধি এবং বিদেশী পতাকাবাহী জাহাজে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নৌ উপদেষ্টাকে অনুরোধ জানান।

প্রকৌশলী ইফেতখার আলভী তার বক্তব্যে বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংখ্যা ৪০ থেকে মাত্র ৬টিতে নেমে এসেছে। অনতিবিলম্বে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংখ্যা কমপক্ষে ৫০ এ উন্নীতকরণে নৌ মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এছাড়া আলোচনায় নৌ পরিবহন সেক্টরের অধীনস্ত বিভিন্ন অধিদপ্তরসমূহের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024