শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

মায়া সভ্যতার ইতিহাস ( পর্ব-১২)

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫৩ পিএম

ড. সুবীর বন্দ্যোপাধ্যায়

মায়া জনগোষ্ঠীর কয়েকটি আঞ্চলিক সংস্কৃতি

মায়া জনজাতির লৌকিক দেবদেবীর কিছু নমুনা উপস্থিত করা গেল। কিন্তু এই দেবদেবীর সঙ্গে কিছু আঞ্চলিক সংস্কৃতি কিছু নমুনা ওয়া যাক। প্রথমেই আমরা ‘অচি’ সংস্কৃতির কথা বলতে পারি। প্রতি সংস্কৃতির সন্ধান পাওয়া যায় যা আভিগুয়া, গুয়াতেমালায়।

এই অঞ্চলের কয়েকও শহর নতুন করে সাজানো হয়েছে। অন্যান্য কিছু অঞ্চল ১৭৭৩ সালে ভূমিকম্পর ময় প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে। এইসব শহরে হস্তশিল্প এবং অন্যান্য দ্রব্যের কিছু দোকান দেখা যায়।

এই শহরগুলি হল সান ফেলিপ, সান হুয়ান দেল, ওবিসপো, সান্তা মারিয়াদে জোসুস, সান আন্তোনিও, আনুয়াস কালিয়েনেটস এবং সান্তা কাতারিয়ান। বারাহোনা। গুয়াতেমালার ১৩৪ মাইল উত্তরে আরেকটি শহরের নাম হল আলতা ভেরাপাজ (Alta Verapaz)।

এই অঞ্চলের অধিবাসীরা মায়া-কেকটি (Maya-Kekchi) গোষ্ঠীর উত্তরসূরী। তাকতিক এবং সানপেদ্রো কারচা শহরদুটি আবার রূপোর অলংকারের জন্য বিখ্যাত। সান হুয়ান চামেলকো সাধারণভাবে পাতাকাটা এবং বোনার ক্ষেত্রে তুবিল পদ্ধতি বা শৈলী প্রয়োগ করে।

এই পাতাকাটা বা বুনুনি পাকানোর শৈলীর মধ্যে হাঁস, আনারস এবং প্রজাপতির ছবি আঁকা হয়। এবং এই হস্তশিল্প সুষমা সমসাময়িক সমাজে খুবই জনপ্রিয় হয়েছিল। আলতা ভেরাপাজ-এর রাজধানী হল কোবান (Coban)।

মায়া জনগোষ্ঠীর অন্যতম লোকায়ত সংস্কৃতির নাম হল মাম কালচার (Mam culture)। কুচুমানতাতেস (Kuchumantates) পর্বতমালার উত্তরদিকে রয়েছে চৌডাস সান্তোস যাকে সাধারণভাবে চুচুমাতান (Chuchumatan) নামেও জানেন। হুয়েতেনাঙ্গে শহরের ৩১ মাইল উত্তরদিকে অবস্থিত। গ্রামীণ পরিবেশের আনন্দ ভাল রং-এর জোয়ারে ভেসে যাবে।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস ( পর্ব-১১)

মায়া সভ্যতার ইতিহাস ( পর্ব-১১)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024