সারাক্ষণ ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দেওয়ান হাবিবুর রহমান আর নেই। বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমা সোবহানবাগ জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম দেওয়ান হাবিবুর রহমান সাপ্তাহিক বিনোদন বিচিত্রার সম্পাদক ছিলেন। বিলুপ্ত দৈনিক বাংলার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘমেয়াদে তার চিকিৎসা চলছিল।
বৃহস্পতিবার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া দেওয়ান হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply