রেজাই রাব্বী
শারদীয় দুর্গোৎসব শের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সনাতন ধর্মীয় উৎসব হলেও এ উৎসবকে উপলক্ষ করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবার মধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়।
দুর্গা পূজাকে সামনে রেখে ‘এলিট লাইফ স্টাইল’ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। শারদীয় দুর্গোৎসবকে আনন্দ মুখর করে তুলতে ‘এলিট লাইফ স্টাইল কোনো আজগুবী অফার নয়, এলিট দিচ্ছে পুরাই উরা ধুরা অফার! গ্রাহকরে অনেক নিরে কাক্সিক্ষত স্যুটের মনোবাসনা পূরণ করতে গ্রাহকরে দিচ্ছে এক অভাবনীয় অফার! এই পূজায় একটি স্যুটের অর্ডার করলে পাচ্ছেন আরেকটি স্যুটের মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি!!
তবে আর দেরি কেন? এখনই হয়ে যাক আপনার পছন্দের কাক্সিক্ষত একটি নান্দনিক স্যুটের অর্ডার। এলিট’র স্যুট মানেই নিত্যনতুন ডিজাইন বৈচিত্র্য এবং যে কোনো পরিবেশে এবং পার্টির জন্য মানানসই স্যুট।
এ ছাড়াও ‘এলিট লাইফ স্টাইল’ ফ্যাশন সচেতনদের জন্য এক্লুসিভ ডিজাইনের হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট। মেয়েদের বিভিন্ন দেশি-বিদেশি পোশাক ও এক্সাসরিজ।
এ ছাড়াও রয়েছে শে বিেেশর খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক। এলিট’র প্রতিটি পোশাকে রয়েছে উৎসবের ছোঁয়া।
Leave a Reply