শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৬৭)

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৫৫ পিএম

শ্রী নিখিলনাথ রায়

বড়নগর

যাঁহার পবিত্র চরণস্পর্শে বঙ্গভূমি পবিত্রীকৃত হইয়াছিল, যাঁহার পবিত্র • নামোচ্চারণে বঙ্গের গৃহে গৃহে পুণ্যের লহরী প্রবাহিত হয়, বঙ্গের অসংখ্য নরনারী যাঁহাকে দেবতাবোধে উদ্দেশে প্রণাম করিয়া থাকে, সেই ব্রাহ্মণ- প্রতিপালিনী, দীন-জননী, সাক্ষাৎ অন্নপূর্ণারূপিণী মহারাণী ভবানীর সহিত মুর্শিদাবাদের সম্বন্ধ নিতান্ত অল্প ছিল না।

যিনি বঙ্গভূমিতে হিন্দু ধৰ্ম্ম ও ব্রাহ্মণরক্ষার জন্য প্রকৃত ভবানীরূপে অবতীর্ণা হইয়াছিলেন, যিনি লক্ষ লক্ষ দীনদুঃখীর অশ্রুজল স্নেহাঞ্চলে মুছাইয়া দিয়াছিলেন, বঙ্গদেশ হইতে সুদূর কাশীধাম পর্যন্ত স্থান যাঁহার অক্ষয় পুণ্যকীর্তির ঘোষণা করিতেছে, মুর্শিদাবাদও তাঁহার সেই পুণ্যচ্ছায়ায় অদ্যাপিও স্নিগ্ধ হইয়া আছে। আজিও মুর্শিদাবাদের বড়নগর তাঁহার সেই অতুলনীয় দেবভক্তির কিছু কিছু পরি- চয় প্রদান করিতেছে। অরণ্যসম বড়নগরে উপস্থিত হইলে, আজিও ভবানীর সেই পুণ্যকীর্তির চিহ্ন দেখিতে পাওয়া যায়। বড়নগর তাঁহার ।

অতীব প্রিয় বাসস্থান ছিল; তথায় তিনি জীবনের শেষ ভাগ অতিবাহিত করিয়াছিলেন। বড়নগরের ভাগীরথীতীরেই তাঁহার পুণ্যময় জীবনদীপ চিরনির্ব্বাপিত হয়। তাই বড়নগর হিন্দুর পক্ষে বড় আদরের সামগ্রী; একতগ তীর্থস্থান বলিলেও অত্যুক্তি হয় না। যেখানে মূর্তিমতী অন্নপূর্ণা মহারাণী ভবানীসহ মহামিলনে চিরসম্মিলিত হইয়াছিলেন, তাহা হিন্দুর নিকট তীর্থস্থান ব্যতীত আর কি হইতে পারে? তাই বড়নগরের প্রত্যেক অনুপরমাণু আমাদের নিকট মহাপবিত্র বলিয়া বোধ হয়।

সেই তীর্থস্থানে মহারাণী ভবানীদেবীর স্থাপিত দেবমন্দিরসমূহ আজিও বর্তমান থাকিয়া তাহার পবিত্রতা রক্ষা করিতেছে। মুর্শিদাবাদে সমাগত প্রত্যেক হিন্দুর সেই পবিত্র তীর্থস্থান দর্শন করা সর্ব্বতোভাবে বিধেয়। বড়নগর মুর্শিদাবাদের বারাণসী। ইহার চারিদিকই দেবমন্দিরে। পরিপূর্ণ। যদিও এক্ষণে তাহা ঘোর অরণ্যে আবৃত হইয়া উঠিয়াছে, তথাপি দুই চারি পদ অগ্রসর হইতে না হইতে একটি না একটি দেবমন্দির। দৃষ্টিপথে পতিত হইবেই হইবে। দেবমন্দির দেখিতে পাওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024