তাই পাণ্ডাদের কি করে বাঁচিয়ে রাখা যায় সেকথা ভেবে কিশোর ও শিশুরা চিন্তায় ব্যাকুল হয়ে উঠেছে।
পাণ্ডাদের জীবনযাপন সম্বন্ধে লোকেদের জ্ঞান খুবই কম। মাত্র ক’বছর আগে শুরু হয়েছে পাণ্ডাদের সম্পর্কে পরিকল্পিতভাবে যাবতীয় তথ্য ও তত্ত্ব সংগ্রহের কাজ। আমরা ইতিমধ্যেই পাণ্ডাদের সম্বন্ধে যা যা জেনেছি তা-সবই এখন তোমাদের কাছে বলব।
Leave a Reply