শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স (ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ কর্মকর্তা) এর সনদপত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৫৪ পিএম
সারাক্ষণ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ কর্মকর্তাদের ১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান  (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর এর অফিসার্স ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উক্ত ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।
তিনি কোর্স সমাপ্তকারী কর্মকর্তাগণদের বিমান বাহিনীর ভবিষ্যৎ রুপকার উল্লেখ করে নেতৃত্ব, পেশাদারিত্ব, নৈতিকতা ও বাহিনীর প্রতি অঙ্গীকার বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তদপুরি তিনি এরোস্পেস জগতে বৈশ্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য সর্বদা নিজেদের কারিগরিভাবে প্রস্তুত রাখা এবং কারিগরি স্বনির্ভরতার জন্য চেষ্টা করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে অফিসার্স ট্রেনিং স্কুল এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল, এসিএসসি, পিএসসি, পিএইচডি নতুন কারিকুলাম এবং এর স্বকীয়তা সবার মাঝে তুলে ধরেন।
উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৩১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন। ১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স এর ফ্লাইট লেফটেন্যান্ট শাশ্বত সরকার দীপ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে ঘাঁটির বিভিন্ন উইং, স্কোয়াড্রন, ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024