অতি সাধারণ প্রেমিক
স্বদেশ রায়
কোন কোন দিন সহসা রাত হয়ে যায়।
সেই সব গভীর কালো রাতের মতো দিনে-
তোমাকে মনে পড়ে অতসী সেন।
কী ডাগর কালো চোখ ছিলো তোমার!
ঘন চুলের দেয়াল ভেদ করে
বাতাস করতো খেলা।
তোমার চারপাশ জুড়ে ছিলো উচ্চ হাসির
উচ্ছল যত নাঁচ।
আমি জানি না কোনদিন কোন
উজ্জল দিনের আলোয়
তোমাকে মনে পড়বে কিনা?
টিক টিক করে চলা বুকের ভালোবাসা দিয়ে
বলতে পারি-
এমন অন্ধকারে তোমাকে ঠিকই মনে রাখবো
অতসী সেন।
যেমন সাগর মনে রাখে- ঝড়কে।
আলবাট্রাস মনে রাখে- ডানা ভেঙ্গে যাওয়াকে।
ইরুকাস মনে রেখেছিলো-
তার পুড়ে যাওয়া ডানাকে।
অতি সাধারণ এক কেরানী প্রেমিক
মনে রাখবে শুধু-
অতসী সেনকে।
Leave a Reply