রেজাই রাব্বী
এই প্রজন্মের তরুণ তরুণীর চিন্তাধারা যেমন বৈচিত্রময় তেমনি তাদের চিন্তার এই বৈচিত্র তারা পোশাক পরিচ্ছদেও ফুটিয়ে তোলে-নিজের মতো করে।মুক্ত একটা পরিবেশে বেড়ে ওঠার ফলে এরা নির্দিষ্ট কোনো স্টাইলে আটকে থাকে না। নিজের খুশিমতো পোশাক পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করে তারা।
শুধু তরুণ-তরুণীই নয় কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত বড় একটি অংশ দখল করে আছে টি-শার্ট। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আরামদায়ক পরিধেয় পোশাক টি-শার্ট ।
এমনকি তরুণদের এসব গেঞ্জি আবার কথাও বলে! তরুণ প্রজন্মের কথা বলা গেঞ্জিতে দেখা যায় জনপ্রিয় সংলাপ, নিজের ছবি, প্রেমিক বা প্রেমিকার ছবি, প্রিয় তারকার মুখ, স্লোগান,নকশা, কবিতার লাইন, দৃশ্যও নানা ধরনের প্রিন্ট। বর্তমানে এই ধরনের পেশাকে মার্কেট জয় জয়কার।
এই তরুণরা আবার অনেকেই পশ্চিমা ফ্যাশনকে বেছে নিচ্ছেন প্রয়োজনে। সেগুলোতে রয়েছে প্রিন্টেড শার্ট,ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, ডেনিম শার্ট,কটন শার্ট, ক্যাজ্যুয়াল শার্ট,কারগো প্যান্ট, শর্ট প্যান্ট ইত্যাদি।
Leave a Reply