রেজাই রাব্বী
প্রেমের জিয়ন কাঠি বিশ্বাস আর ভরসা।যেকোনো সম্পর্কই এই দুই এর ওপর গড়ে আবার এই দুটো ভেঙ্গে গেলেই ভাঙ্গন শুরু হয়।মিষ্টি প্রেমের গল্প।হাওড়ে ঘুরতে গিয়ে প্রেম।দুজন মানুষের কিছু সুন্দর অনুভূতি দিয়ে মোড়ানো।এরপর প্রেম থেকে বিরহ।বলছি নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ফুল হাতা শার্ট’ নাটকের কথা।
নাটকের গল্পটা এতোটাই সুন্দর করে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন যে এই নাটকের গল্পই দর্শকদের বারবার টেনে আনবে নাটকটা দেখতে। অল্প স্বল্প গল্পে কিভাবে বাস্তবতা ফুটিয়ে তোলা যায় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান খুব ভালো মতোই জানেন। সুলতান এন্টারটেইনমেন্ট’র ব্যানারে নির্মিত ‘ফুল হাতা শার্ট’ নাটকটিতে জুটি হয়েছেন ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান।
তার অভিনয়ের ক্ষেত্রে বাস্তবতাই খুব ভালো ভাবেই প্রকাশ পেয়েছে এ নাটকটিতে। বাকি চরিত্রগুলোও সুন্দর ভাবেই অভিনয় করেছে নাটকে।নির্মাতা মিজানুর রহমান আরিয়ান মনে করেন,শিগগিরই সাংস্কৃতিক অঙ্গন আগের অবস্থায় ফিরবে।‘দিন শেষে মানুষ নাটক দেখবেই।
আমাদের দর্শকদের জীবনের একটা অংশ হয়ে গেছে নাটক। গল্পগুলোর সাথে দেশের মানুষ নিজেকে রিলেট করতে পারে এটাই স্বার্থকতা। নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, নাদের চৌধুরী, সাবিহা জামান, মাসুম রিজওয়ান, এশা, মুনতাহা এবং আরও অনেকে।
Leave a Reply