প্রায় তিরিশ লক্ষ বছর আগে, চীন দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা অঞ্চলের জলবায়ু ছিল গরম আর আর্দ্র। আর সারা জায়গা জুড়ে ছিল বড় বড় গাছ আর বুনো ঘাস। তাই এমন এক শান্ত জায়গায় নানা রকম জীবজন্ত নিজেদের ইচ্ছেমতো যত্রতত্র খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াত আর নিজেদের খেয়াল চরিতার্থ করত।
তারপর পৃথিবী ক্রমশঃ ঠাণ্ডা হয়ে আসতে লাগল। তুষারস্রোত এসে বয়ে গেল এই জায়গাটার ওপর দিয়ে। গাছপালা সব বরফের চাপায় মারা পড়ল, আর জীবজন্তরাও লোপ পাওয়ার উপক্রম হলো।
Leave a Reply