মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

একটি পলাশের জন্যে

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৫ পিএম

সারাক্ষণ নিউজ

এই পহেলা ফাল্গুনে শহর থেকে গ্রাম সবখানে- সাগরের ওপর জেগে ওঠা সূর্যের  লাল রঙ নিয়ে আগুন ছড়াতো পলাশ ফুল। ফাল্গুন, বসন্ত আর পলাশ এভাবে কবেই যেন হয়ে গিয়েছিলো সমার্থক শব্দ।

বসন্ত না বলে পলাশের ডাক বললেও একই স্বরে বেঁজে উঠতো। খোঁপায় একটা পলাশ গুঁজে দেয়া আর হাতে একটা পলাশ তুলে দেয়া মানেই ছিলো বসন্তের মন বিনিময়। তাই বসন্ত এসে গেলে একটু হলেও লজ্জায় মুখ লুকাতো লাল গোলাপ।

বসন্তের আগমনী দিনের সঙ্গে ভালোবাসা দিবস একাকার হয়ে গেছে। দোষ নেই তাতে। পলাশের জায়গা নিয়েছে দোকানির কাছ থেকে কিনে আনা বা টব থেকে তুলে আনা লাল গোলাপ। ঠিক তেমনি বসন্তের সেই হাতে তৈরির মিষ্ঠির জায়গাটা ভালোভাবেই দখল করে নিয়েছে চকোলেট।

এ পরিবর্তনের নরম হাতে হাত রেখেই বসন্ত ও ভালোবাসা দিবসের আহবানে কেউ পরেছে লাল কেউবা হলুদ রঙের পোষাক। ঘাটতি নেই কোন আনন্দে। যদি কেউ বলে, তেমনটি আর দেখছি না,ঠিকই তাকে ফেলে দেয়া যায় হতাশদের কাতারে।

এই সব সত্য মেনেও এখনও যদি কেউ বসন্ত আগমনী বাতাসে দাঁড়িয়ে উদাস চোখে খোঁজে একটি লাল পলাশ, যার ওপর নেচে চলছে একটি বসন্ত বাউরি, আর সেই পলাশ ফুলটি ধরে আছে বিশাল বা ছোট যে শরীরের হোক না কেন গাছটি তার নিচে হয়তো ধীর পায়ে যাচ্ছে সাত ভাই পাখি তার ধূসর শরীর নিয়ে- তাকেও কোন দোষ দেয়া যাবে না এই ফাল্গুনে। বরং বলা যায়, বাংলার ফাল্গুনের সঙ্গে, বসন্তের সঙ্গে আরো বহু কাল থাকবে একটি পলাশকে খোঁজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024