রেজাই রাব্বী
সাধারন গল্পও যে দর্শক প্রিয় হয়ে উঠে সেটারই প্রতিফলন ঘটেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি বাংলা নাটকে। বলছিলাম রুবেল আনুশের যত্নে গড়া, আব্রাহাম তামিম রচিত সাদামাটা প্রেমকাহিনীর নাটক ‘দম’ এর কথা। যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। সাদামাটা প্রেমকাহিনীর গল্পে এরা আগেও হয়েছে দারুন প্রশংসিত।
‘ফিদা’ নাটকের পর ফারহান সাফা জুটির ‘দম’ নাটক আবারো মুগ্ধ করলো দর্শকদের। জুটিবেঁধে এটা তাদের দ্বিতীয় কাজ। কেন্দ্রীয় চরিত্র রাশেদ (ফারহান) বেশ ন্যাচরাল, তার শান্ত, স্নিগ্ধ ডায়লগ ডেলিভারিতে মুগ্ধ সহশিল্পী সাফা কবিরও বেশ দারুণ অভিনয় করেছে।
৩৬ মিনিট ১৮ সেকেন্ডের ছোট গল্পটির শেষে এসে নির্মাতা বেশ চোখজুড়ানো একটি রোমান্টিক সিনের মাধ্যমে রাশেদ ও সুফিয়ার গল্পের পরিসমাপ্তি দিয়েছেন। সাধারণ গল্পে অসাধারণ অভিনয়ে তাদের মিষ্টি রসায়ন ছিল দেখার মতো।
গল্পের রাশেদকে দেখা গেছে হালকা চঞ্চলতার চরিত্রে। সাথে নায়িকা সুফিয়াকেও ন্যাচরাল সুন্দর লেগেছে। ইতিমধ্যেই দর্শক এই জুটির রসায়ন বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে, তাদের কম্বো দর্শকপ্রিয়তা পেয়েছে।
রুবেল আনুশ পরিচালিত মুশফিক আর ফারহান ও সাফা কবির জুটির এনটিভির বিশেষ নাটক ‘দম’ দেখা যাচ্ছে এনটিভির ইউটিউব চ্যানেলে।এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাফা কবির বড়দা মিঠু, আনোয়ার হোসাইন, আব্রাহাম তামিম, হাসিব সহ আরো অনেকে।
Leave a Reply