সারাক্ষণ ডেস্ক
স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির গত (০৪ অক্টোবর )২০২৪ তারিখ রাত ১১:৫৫ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী,দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির ০১ ডিসেম্বর ২০০৯ তারিখে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান “সোর্ড অব অনার” প্রাপ্তিসহ জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। ২০১৮ সালে তিনি ব্রেন টিউমার এ আক্রান্ত হন।
অসুস্থতাকালীন সময়ে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যেগ ও অর্থায়নে উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০১৮, ২০২২ সালে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ২০২৩ সালে ভারতে প্রেরণ করা হয়। অসুস্থতার পূর্বে চাকুরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
০৫ অক্টোবর ২০২৪, শনিবার বরগুনা জেলার আংগারপাড়া নিজ গ্রামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির এর পরিবারের সদস্যগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে স্কোয়াড্রন লীডার মোঃ সাইফুল মনির-কে বরগুনায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
Leave a Reply