সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

বিপিএলে ফরচুন বরিশাল যেন জাতীয় দল, বসেছে তারার মেলা

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১২ পিএম

নিজস্ব প্রতিবেদক

তারার মেলা বসেছে বিপিএলে । বিপিএলের বিভিন্ন দলে একের পর এক তারকা ক্রিকেটার যোগ দিচ্ছেন । আজ ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে রয়েছে বরিশাল। দশম বিপিএলের প্রথম ম্যাচে জয় পেয়েছিল দুর্দান্ত ঢাকা। তবে এরপরে ভাগ্য আর সহায় হয়নি দলটির জন্য। এক এক করে আট ম্যাচ হেরে দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে। এবার দলটি মাঠে নেমেছে ফরচুন বরিশালের বিপক্ষে। ঢাকার দরকার সান্ত্বনার জয়, আর বরিশালের সেটি দরকার টিকে থাকার জন্য।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিপিএলের ৩১তম ম্যাচে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামে ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।   এই ম্যাচে মাঠে নামার আগে ৮ ম্যাচ থেকে ৪ জয় দিয়ে ৮ পয়েন্ট অর্জন করেছে বরিশাল। দলটি রয়েছে টেবিলের চারে। শেষ চার নিশ্চিতের জন্য এখনও বেশ কয়েকটি ম্যাচ জিততে হবে তামিম বাহিনীর। অন্যদিকে ৯ ম্যাচ থেকে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে ঢাকা। এখান থেকে সান্ত্বনার জয় ছাড়া আর কিছুই পাওয়ার নেই তাসকিনদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (সংক্ষেপে বিপিএল) বাংলাদেশের পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট লিগ। ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম বিপিএল আয়োজন করে। ১০ ফেব্রুয়ারী ২০১২ এ বিপিএল-এর প্রথম আসর শুরু হয়।

বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস।২০১৫ সালে তৃতীয় আসরে নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। পরবর্তী ২০১৬ আসরে নতুন দল ঢাকা ডায়নামাইটস ঢাকার শিরোপা পুনরুদ্ধার করে। বিপিএলের ৫ম আসর ২০১৭ সালের ২রা নভেম্বর থেকে শুরু হয়। এতে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে যোগ হয় সিলেট সিক্সার্স। এই আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। বিপিএল এর ৬ষ্ঠ আসর ২০১৯ সালের ৮ ই ফেব্রুয়ারি ঢাকা ডাইনামাইটস কে পরাজিত করে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি নতুন দল ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।সর্বশেষ ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে।

৯ ফেব্রুয়ারি ২০১২ তে প্রথম বিপিএল আসরের এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকায়। উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

এই আসরে অংশ নেয় মোট ৬ টি ফ্রেঞ্চাইজি দল। আসরের প্রথম খেলা হয় ১০-ই ফেব্রুয়ারি, ২০১২ এবং ফাইনাল খেলা হয় ২৯-ই ফেব্রুয়ারি, ২০১২। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে সর্বমোট ৩৩-টি খেলা হয়। যার ২৫টি ঢাকায়, আর বাকি ৮টি হয় চট্টগ্রামে। ২৯ ফেব্রুয়ারি ঢাকায় ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয় বিপিএল এর প্রথম আসর। ৬ টি দল দল একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলে রাউন্ড রবিন পদ্ধতিতে হোম আর এওয়ে হিসেবে। পয়েন্ট তালিকার শীর্ষ ৪ দল পরবর্তীকালে নক-আউট রাউন্ড খেলে। সিলেট রয়্যালস এবং চিটাগং কিংস সেমি-ফাইনালে অগ্রসর হতে পারেনি। দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গলস, ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং বরিশাল বার্নার্স সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়। পরবর্তীতে ঢাকা গ্ল্যাডিয়েটরস ফাইনালে বরিশাল বার্নার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

এ বছরের ১৯ জানুয়ারি শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর । সাত দলের টুর্নামেন্ট শেষ হবে ১ মার্চ। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে পাঁচটি পর্বে।

ঢাকায় শুরুর পর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হয় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরে বিপিএল, ৬-১০ ফেব্রুয়ারি হয় আটটি ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে ১২টি ম্যাচ। এরপর আবার ঢাকা ফিরবে বিপিএল।

ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে বরিশাল

দশম বিপিএলের প্রথম ম্যাচে জয় পেয়েছিল দুর্দান্ত ঢাকা। তবে এরপরে ভাগ্য আর সহায় হয়নি দলটির জন্য। এক এক করে আট ম্যাচ হেরে দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে। এবার দলটি মাঠে নেমেছে ফরচুন বরিশালের বিপক্ষে। ঢাকার দরকার সান্ত্বনার জয়, আর বরিশালের সেটি দরকার টিকে থাকার জন্য। এই লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নামবে বরিশাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিপিএলের ৩১তম ম্যাচে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামে ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচে মাঠে নামার আগে ৮ ম্যাচ থেকে ৪ জয় দিয়ে ৮ পয়েন্ট অর্জন করেছে বরিশাল। দলটি রয়েছে টেবিলের চারে। শেষ চার নিশ্চিতের জন্য এখনও বেশ কয়েকটি ম্যাচ জিততে হবে তামিম বাহিনীর। অন্যদিকে ৯ ম্যাচ থেকে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে ঢাকা। এখান থেকে সান্ত্বনার জয় ছাড়া আর কিছুই পাওয়ার নেই তাসকিনদের।

ফরচুন বরিশালের একাদশ

আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, খালেদ আহমেদ ও ওবেদ ম্যাককয়।

দুর্দান্ত ঢাকার একাদশ

মোহাম্মদ নাঈম, অ্যাডাম রসিংটন, সাইফ হাসান, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, এসএম মেহেরব, আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও আরাফাত সানি।

বিপিএল ২০২৪: সূচি

চট্টগ্রাম পর্ব (১৩–২০ ফেব্রুয়ারি)

তারিখ  ম্যাচ     সময়

১৪ ফেব্রুয়ারি ২০২৪    ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা      বেলা ১-৩০ মি. (চলছে)

১৪ ফেব্রুয়ারি ২০২৪    কুমিল্লা ভিক্টোরিয়ানস-খুলনা টাইগার্স   সন্ধ্যা ৬-৩০ মি.

১৬ ফেব্রুয়ারি ২০২৪    খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা       বেলা ২টা

১৬ ফেব্রুয়ারি ২০২৪    রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স        সন্ধ্যা ৭টা

১৭ ফেব্রুয়ারি ২০২৪    সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল          বেলা ১-৩০ মি.

১৭ ফেব্রুয়ারি ২০২৪    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬-৩০ মি.

১৯ ফেব্রুয়ারি ২০২৪    কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকার্স            বেলা ১-৩০ মি.

১৯ ফেব্রুয়ারি ২০২৪    রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল সন্ধ্যা ৬-৩০ মি.

২০ ফেব্রুয়ারি ২০২৪    খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স        বেলা ১-৩০ মি.

২০ ফেব্রুয়ারি ২০২৪    কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স   সন্ধ্যা ৬-৩০ মি.

ঢাকা পর্ব–৩ (২৩ ফেব্রুয়ারি–১ মার্চ)

তারিখ  ম্যাচ     সময়

২৩ ফেব্রুয়ারি ২০২৪    কুমিল্লা ভিক্টোরিয়ানস-ফরচুন বরিশাল  বেলা ২টা

২৩ ফেব্রুয়ারি ২০২৪    সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স           সন্ধ্যা ৭টা

২৫ ফেব্রুয়ারি ২০২৪    এলিমিনেটর     বেলা ১-৩০ মি.

২৫ ফেব্রুয়ারি ২০২৪    ১ম কোয়ালিফায়ার       সন্ধ্যা ৬-৩০ মি.

২৭ ফেব্রুয়ারি ২০২৪    দ্বিতীয় কোয়ালিফায়ার  সন্ধ্যা ৬-৩০ মি.

১ মার্চ ২০২৪    ফাইনাল           সন্ধ্যা ৭টা

বিপিএলের এবারের আসরে ৮ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছে এবং ৪ ম্যাচে হেরেছে ফরচুন বরিশাল। বর্তমানে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে রয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024