সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৪৬)

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২.০০ পিএম
শশাঙ্ক মণ্ডল
 লবণ

তৃতীয় অধ্যায়

লবণ ব্যবসায়ীরা বড় ব্যবসায়ীদের সঙ্গে চুক্তিতে আসত যারা সরকারকে লবণ-শুল্ক হিসাবে হিন্দু হলে ৫% আর মুসলমান হলে ২ শতাংশ দেবে। এই পার্থক্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে উঠে গেল। ১৭৭২ খ্রীঃ এর অক্টোবর মাসের মধ্যে কোম্পানি লবণ তৈরির অধিকার গ্রহণ করল এবং বিভিন্ন স্থানে লবণ তৈরির ব্যাপারে ইজারা দেওয়ার জন্য ৫ বছরের চুক্তিতে নীলাম ডাকার ব্যবস্থা করা হল। শর্ত হিসাবে উল্লেখ করা হল লবণ ব্যবসায়ীরা মালঙ্গীদের অগ্রিম সাহায্য করতে বাধ্য থাকবে। প্রতিটি খালাড়ী থেকে নির্দিষ্ট পরিমাণে লবণ মালঙ্গীদের কাছ থেকে আদায় করা হবে; লবণ বাণিজ্যে কোম্পানির কোন কর্মচারী অংশ নিতে পারবে না। অবশ্য পরবর্তীকালে দেখা গেল কোম্পানির কর্মচারীরা বেনামীতে অনেকে লবণের ব্যবসায় অংশ নিয়ে প্রচুর অর্থ উপার্জন করছে। (১৯)
সে যুগে লবণ উৎপাদক মালঙ্গীরা দু শ্রেণীর ছিল আগুরা ও ঠিকা মালঙ্গী। মেদিনীপুরের লবণ উৎপাদকের সঙ্গে সুন্দরবনের লবণ উৎপাদকের পার্থক্য ছিল এই যে, মেদিনীপুরের উৎপাদকরা অধিকাংশই ছিল আগুরা মালঙ্গী। এরা পরিবারের সকল সদস্যকে নিয়ে জীবিকা হিসাবে লবণ উৎপাদনকে গ্রহণ করেছিল। উৎপাদন ক্ষেত্রের নিকটে এদের বাসস্থান থাকায় এরা এই শিল্পের সঙ্গে নিজেদেরকে পেশাগত ভাবে জড়িত করতে পেরেছিল। অপর আর একদল ছিল ঠিকা মালঙ্গী।
এরা দূর থেকে আসত। লবণ উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট চুক্তির বিনিময়ে লোক লাগিয়ে দেওয়া হত এবং ঐ নির্দিষ্ট পরিমাণ লবণ নির্দিষ্ট দামের চুক্তিতে সল্ট এজেন্টের গুদামে পৌঁছে দিত। ঠিকা মালঙ্গীরা লবণ শিল্পের ক্ষেত্রে মিডলম্যান হিসাবে কাজ করেছে। ব্রিটিশ রাজত্বের সূচনালগ্নে রায়মঙ্গল এলাকা মেদিনীপুরের লবণ উৎপাদনের মত ঐতিহ্যসম্পন্ন ছিল না। ব্রিটিশরা এটাকে নতুন ক্ষেত্র হিসাবে গ্রহণ করেছিল। বিস্তৃতভাবে প্রচুর লবণ উৎপাদনের জন্য রায়মঙ্গল নদী ও তার নিকটবর্তী এলাকার নদীতীরকে বেছে নিয়েছিল এবং এখানকার লবণ উৎপাদন সবটাই ঠিকা মালঙ্গীদের হাতে ছিল।
সুন্দরবনের রায়মঙ্গল বিদ্যাধরী নদীর তীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাঙলা অধিকারের পর থেকে লবণ উৎপাদনের দিকে লক্ষ দিয়ে সে যুগের বিভিন্ন ব্যবসায়ীদের উৎসাহিত করা হল। ১৭৭০-৭২ এ ২৪ পরগনার রায়মঙ্গল সল্ট এজেন্সির অন্তর্গত ডায়মন্ডহারবার, বারুইপুর, গড়িয়া, রায়পুর, প্রভৃতি এলাকার ঠিকা মালঙ্গীরা কোম্পানির কাছে লবণের দামের ব্যাপারে অভিযোগ জানায়। ১৭৭২ খ্রীষ্টাব্দে কোম্পানির লবণ আইন মোতাবেক যে সব ব্যবসায়ীরা ইজারাদার হল তারা মালঙ্গীদের ন্যায্য মজুরি দিচ্ছে না, নানারকম প্রতারণার মধ্য দিয়ে গরিব রায়তদের বঞ্চিত করা হচ্ছিল।
এরই ভিত্তিতে ১৭৭৪-৭৫ এ David Anderson এবং William Young তদন্ত করেন। এরা সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের মালঙ্গীদের অভিযোগগুলি শোনেন- অভিযোগগুলি হল কয়ালরা ওজনের ক্ষেত্রে চাষিদের প্রতারিত করছে; এক মণ লবণকে ২৫ সের বলে মাপ দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024