রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

তৃণমূল মানুষের দোর গোড়ায় কাঙ্ক্ষিত ভূমি সেবা পৌঁছে দেয়ার তাগিদ

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫.৪৩ পিএম

ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতি এবং রাজস্ব মামলা ব্যবস্থাপনা বিষয়ক পৃথক কর্মশালায় ভূমি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

এল জি আরডি ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভূমি সেবা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনপদের মানুষের মধ্যে অসন্তোষ ও হতাশা রয়েছে। পল্লিবাসীর সরকারের চলমান আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জানার সীমাবদ্ধতা রয়েছে। তিনি তৃণমূল মানুষের দোর-গোড়ায় কাঙ্ক্ষিত ভূমিসেবা পৌঁছে দিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মীদের উদ্বুদ্ধকরণ কাজে লাগানোর পরামর্শ দেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভূমি নামজারি ,ভূমি কর পরিশোধ ও হোল্ডিং নম্বর প্রাপ্তির ভয়-ভীতি ও সংশয় দূর হবে।

ভূমি উপদেষ্টা আজ ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি স্বয়ংক্রিয় ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) এবং ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা বিষয়ক পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, মো: এমদাদুল হক চৌধুরী ও মাইসফ্‌ট হেভেন (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোফাখ্‌খারুল ইসলাম।

ভূমি উপদেষ্টা বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ভূমি সেবার জন্য ভূমি ভবনের কল সেন্টারে ফোন করে থাকেন। তাদের নাম, পেশা, অঞ্চল, কাঙ্ক্ষিত সেবার ধরণ নিয়ে গবেষণা ও এনালাইসিস করার পরামর্শ দেন। এতে করে ভূমি পরিসেবা কাজ সঠিক ভাবে পরিচালনা ও সেবার মানোন্নয়ন ঘটানো সহজ হবে। তিনি বলেন, প্রবাসীগণ দেশে জমি কিনে বাড়ি ঘর নির্মাণ করেন। তাদের জায়গা-জমি প্রায়ই মামলাবাজরা দখল করে হয়রানি করে থাকে। তিনি প্রবাসীদের ভূমি সেবাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তাদানের নির্দেশনা দেন। তিনি বলেন, একটি শ্রেণি রাষ্ট্রীয় সম্পত্তি দখলের জন্য ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করে। কিন্তু মামলার নোটিস মন্ত্রণালয়  যথাসময়ে  না পাওয়ায় সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে সদা সজাগ থাকতে হবে।

এর আগে নব নিযুক্ত ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমি ভবনে স্থাপিত ভূমি নাগরিক সেবা কেন্দ্র ও কল সেন্টার পরিদর্শন করেন ও ভূমি সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি কেন্দ্রের কর্মীদের সাথে প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও সমস্যাবলী নিয়ে কথা বলেন।তিনি নাগরিকদের সাথে ভাল আচরণ, হয়রানিমুক্ত ভূমি সেবা ও কাজের গুণগত মান বজায় রাখার পরামর্শ দেন। তিনি ভূমি সেবায় সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায়ও যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024