পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
কাজকে ভালোবাসতে শিখুন
যে কোন কাজে সফল হবার প্রথম, প্রথম এবং শেষ পথ হলো কাজকে ভালোবাসতে শিখতে হবে। পৃথিবীর যে কোন মহান কাজ সম্পন্ন হয়েছে একমাত্র ভালোবাসার দ্বারা। হিমালয় জয় থেকে মহাকাশ জয় পর্যন্ত সবই সম্ভব হয়েছে নিজের জীবনকে তুচ্ছ করে কাজকে ভালোবেসে। এমনকি কোন রাষ্ট্র বিপ্লবও তখন্ সফল হয় যখন ওই বিপ্লবের কাজকে নিজের জীবনের থেকে বিপ্লবের কর্মীরা বেশি ভালোবাসে। তাই যে কোন নেতার প্রধানগুন হবে কাজকে আনন্দের সঙ্গে ভালোবাসা।
সুন্দর একটি স্বপ্ন নিয়ে এগুলেই সুন্দর ভবিষ্যত গড়া যায়
একটি সুন্দর ভবিষ্যত গড়ার মুল চাবিকাঠি হলো সুন্দর একটি স্বপ্ন দেখা এবং ওই স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্যে সাহস ও ধৈর্য্য নিয়ে এগিয়ে যাওয়া। সাহসী দৃষ্টিভঙ্গিই মানুষের আকাঙ্খাগুলো পূরনের পথে এগিয়ে নিতে সব সময় সাহায্য করে। আর সেই আকাঙ্খা পুরণের মধ্য দিয়েই গড়ে ওঠে সুন্দর ভবিষ্যত।
এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হলো শুরু করা
কোন কিছু শুরু করার প্রথম পদক্ষেপটিই হলো ওই উদ্যোগের গুরুত্বপূর্ণ কাজটি। কোন কিছু একবার চলতে শুরু করলে তা এগুতেই থাকে। তাই এগিয়ে যাবার প্রথম শর্ত শুরু করা আর তার সঙ্গে যোগ করতে হয় নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে অবিরাম এগিয়ে চলার চেষ্টাকে যোগ করা।
Leave a Reply