সারাক্ষণ ডেস্ক
২০১৯ এর সেপ্টেম্বর এ প্রতিষ্ঠিত “চিত্রকলা গ্যালারি ” , বাংলাদেশের প্রথম ও একমাত্র অনলাইন ভার্চুয়াল থ্রিডি (3D) / ত্রিমাত্রিক আর্ট গ্যালারি । করোনা মহামারীর সময়কালে ” চিত্রকলা গ্যালারি” দেশের শিল্পযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে , শিল্পীদেরকে অনলাইন Exhibition সম্পর্কে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে, অনলাইন প্রদর্শনী সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে ।
করোনা মহামারীর সময়কালে, এই ভার্চুয়াল ও থ্রিডি গ্যালারি ১০ মে ২০২০ তারিখে ” VIRTUAL vs REAL ” শিরোনামে প্রথম ভার্চুয়াল ও থ্রিডি অনলাইন গ্রুপ আর্ট এক্সিবিশন এর আয়োজন করেছে ।
এরপর করোনায় কেউ যখন বাইরে বের হতে পারছিলোনা সেই সময় , ১৫ জুন ২০২০ তারিখে অধ্যাপক মোস্তাফিজুল হকের একক প্রদর্শনী ” বৈশ্বিক দুর্যোগের গতিপ্রকৃতি / Pandemic Mood” আয়োজন করে , যা বাংলাদেশের শিল্পী ও শিল্প বোদ্ধাদের মাঝে সাড়া ফেলে দেয়। ১৫ দিনে প্রায় সাড়ে তিন লক্ষ শিল্পপ্রেমী এই একক প্রদর্শনীটি উপভোগ করেন । এখন পর্যন্ত গ্যালারি ২টি একক প্ৰদৰ্শনী ও অগণিত ভার্চুয়াল অনলাইন থ্রিডি গ্রুপ প্রদর্শনী আয়োজন করেছে।
এটা যে শুধু রূপক অর্থে একটা ” থ্রিডি ভার্চুয়াল গ্যালারি” তা নয় , থ্রিডি অ্যানিমেশন ভিজ্যুয়াল এর মাধ্যমে দর্শকরা বাস্তব প্রদর্শনীর স্বাদ পাবে । পুরো প্রদর্শনীতে শিল্পকর্ম / প্রেজেন্টেশন অত্যন্ত নান্দনিকতার সাথে উপস্থাপিত হয়েছে ।
দর্শকরা একত্রে তারা ফেইসবুক , ইউটিউব ও ওয়েবসাইট এ চিত্র প্রদর্শনী উপভোগ করতে পারবে ও ওয়েবসাইট – ফেইসবুক এর মাধ্যমে প্রখ্যাত ও সমকালীন শিল্পীদের শিল্পকর্ম ক্রয় করতে পারবে।
ব্যস্ততার জন্য যারা চিত্র প্রদর্শনীতে উপস্থিত হতে পারছেন না ও শিল্পীরা যারা প্রদর্শনী করতে পারছেন না , উভয়ের হতাশা দূর হবে বলে আশা করি | শিল্পপ্রেমীরা একটু হলেও মানুষিক শান্তি ও তৃপ্তি পাবে এই ভার্চুয়াল প্রদর্শনী দেখে ।
Leave a Reply