কিন্তু চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উঁচু পাহাড় ও গভীর উপত্যকা অঞ্চল তুষারস্রোতের কবল থেকে রক্ষা পাওয়ায় সেখানে আগের মতোই গাছপালায় ফুল ফুটত আর ফল ধরত, জীবজন্তরাও নিজেদের সন্তানসন্ততি নিয়ে সুখে বসবাস করত। এই ভাগ্যবান জন্তুদের মধ্যে ছিল এখনকার পাণ্ডাদের পূর্বপুরুষ।
পৃথিবী নিজের নিয়মে অবিরামগতিতে ঘুরে চলে, দেখতে দেখতে কেটে গেল আরো ব-হু বছর।
Leave a Reply