সারাক্ষণ ডেস্ক
‘ব্র্যাক হেলথকেয়ার’-এর তৃতীয় শাখাটি যাত্রা শুরু করল ঢাকার সিদ্ধেশ্বরীতে। পরিবারের একজন সদস্যের মতো সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে রোগী ও রোগীর স্বজনদের পাশে থাকার প্রত্যয়ে গত বছর মার্চে রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করে ‘ব্র্যাক হেলথকেয়ার’। এরই ধারাবাহিকতায় চলতি বছর উত্তরায় দ্বিতীয় শাখাটি চালু হয়।
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ তারিখে ঢাকার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ২৭ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের ১১৬/১ নম্বর ভবনে হেলথকেয়ারের তৃতীয় শাখাটি উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।
সর্বোচ্চ মান নিশ্চিত করে চিকিৎসাসেবায় প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক হেলথকেয়ারের এই সম্প্রসারণ স্বাস্থ্যসেবা খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টালহেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার। গ্রাহকদের ন্যায্য মূল্যে মানসম্পন্ন ওষুধ প্রদান নিশ্চিত করতে রয়েছে একটি আধুনিক মডেল ফার্মেসি।
উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, “আমাদের প্রথম দুই শাখা হাজারো রোগীকে সেবা দিয়েছে। সকলের আন্তরিক এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা আবারো অনুধাবন করেছি যে, স্বাস্থ্যসেবা হওয়া উচিত রোগীকে কেন্দ্র করে, রোগীর অভিজ্ঞতার আলোকে। আজ পরিপূর্ণ সুযোগ-সুবিধা সংবলিত এই নতুন সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে ব্র্যাকের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করছি।”
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। এ সময় উস্থিত ছিলেন ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস-এর ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর, ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী, সেন্টার ম্যানেজার আসিফ মাহমুদ, ফ্যামিলি ফিজিশিয়ান ডা. মো: তানভীর হাসান ফয়সাল এবং নার্স শার্লি অন্বেষা মধু।
চলতি বছরের শুরুর দিকে ব্র্যাক হেলথকেয়ার একটি অ্যাপ উদ্বোধন করেছে, যার মাধ্যমে রোগীরা মোবাইল ফোনের মাধ্যমেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
মিরপুরের কাজীপাড়া ও উত্তরা ৬ নম্বর সেক্টরের শাখা থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি রোগীকে সেবা দিয়েছে ব্র্যাক হেলথকেয়ার, যাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ নারী। উদ্বোধনীর পর থেকেই সিদ্ধেশ্বরী ব্র্যাক হেলথকেয়ার স্বাস্থ্যসেবা দেয়ার জন্য উন্মুক্ত থাকছে। ব্র্যাক হেলথকেয়ার ও এর সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.brachealthcare.com অথবা ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের হটলাইন নম্বরে (+৮৮০-৯৬৭৮১৯১৯১১) যোগাযোগ করুন।
Leave a Reply