শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির দায়িত্বে এম. ইনায়েতুর রহিম

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৫.১৪ পিএম
বিচারপতি এম. ইনায়েতুর রহিম

নিজস্ব প্রতিবেদক ।। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীন প্রধান বিচারপতির দায়িত্ব (কার্যভার) পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম। শনিবার দিনগত রাত ৩টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হন। আগামী ৩১ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। এসময় পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব (কার্যভার) পালন করবেন এম ইনায়েতুর রহিম।

 বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২২ মার্চ দিনগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন। আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরার কথা রয়েছে। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতু রহিম। রেজিস্ট্রার আরো জানান, আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে।

এম. ইনায়েতুর রহিম ১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। এরপর ১৯৮৬ সাল থেকে আইন পেশা শুারু করে ২০০২ সালে আপিল বিভাগে

আইনজীবী হন। এক সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
এরপর ২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগ দেওয়ার পর ২০১১ সালে হাইকোর্টে স্থায়ী হন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। একপর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন ২০২২ সালের ৯ জানুয়ারি। একইসঙ্গে তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024