সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

ভূমি খাতের অনিয়ম ও দুর্নাম থেকে বেরিয়ে এসে নাগরিক সেবা সুনিশ্চিত করুন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫.২৪ পিএম

সারাক্ষণ ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের অধীন দপ্তরসংস্থাগুলো স্বচ্ছ, দক্ষ, আধুনিক জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে কোন কোন এলাকায় কিছু কিছূ কর্মকর্তাকর্মচারীর অনিয়ম গাফিলতির কারণে জনদুর্ভোগ দুর্নাম হচ্ছে অপবাদ অনৈতিকতা থেকে বেরিয়ে এসে প্রকৃত ভূমি নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে

তিনি আজ ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জোনাল সেটেলমেন্ট অফিসার সম্মেলন উপলক্ষে (এসওসিডিএস প্রকল্প) কর্মশালা এবং নবাগত মহাপরিচালক মহঃ মনিরুজ্জামানের যোগদান ও বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদের অবসরোত্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের ওপর তথ্য ও উপাত্ত তুলে ধরেণ প্রকল্প পরিচালক মো: আশরাফুল ইসলাম।

সভায় জানানো হয়, (এসওসিডিএস প্রকল্প) প্রকল্পটি জুলাই ২০২০ হতে জুন ২০২৫ পর্যন্ত মেয়াদে সরকারি অর্থায়নে ১২শ ১২ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্যেশ্য ভূমির মালিকানাসত্বের নিরাপত্তায় দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতা ও নির্ভরযোগ্য ডিজিটাল ভূমি জরিপ সম্পন্ন করা । ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৫টি জেলার ৩২ টি উপজেলায় ‘জিআইএস’ ডাটাবেজ ভিত্তিক ভূমি জরিপ কাজ শুরুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক মহঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে এতে অন্যান্যের  মধ্যে ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানদ্বয় সহ অতিরিক্ত সচিবগণ উপস্থিত ছিলেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থা ও প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদেরকে পরিকল্পিত উপায়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দানের মাধ্যমে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা কাজে জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি মাঠ পর্যায়ে নিবিড় তদারকি ও দক্ষ প্রশিক্ষক সৃষ্টির পরামর্শ দেন, যাতে করে প্রশিক্ষকগণ স্থানীয় পর্যায়ে হাতে-কলমে শিক্ষাদানের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টিতে অবদান রাখতে পারেন।তিনি নবাগত ও বিদায়ী মহাপরিচালকদ্বয়কে সৎ, দক্ষ ও নিবেদিত কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024