বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

গাজীপুর সদর উপজেলার নয়নপুরে বইমেলা

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৪.১০ পিএম

সারাক্ষণ ডেস্ক

বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গনে বিগত বছরের মতো এবারও আজ (শনিবার) দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়। ১০ম বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বইমেলা ছাড়াও আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের। 

সকালে বইমেলা উদ্বোধন করেন ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর ও সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী। পায়রা উড়িয়ে বাংলা কবিতা দিবসের উদ্বোধন করেন  কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের ছোট ভাই শাহ নূর আহমেদ ও কবি বকুল আশরাফ। স্বাগত বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী।

কবি সাযযাদ কাদির, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কবি বকুল আশরাফ ও প্রিন্সপিাল ইকবাল সিদ্দিকীর মমতাময়ী মা ও কবি কুটুম মুহতারিমা এবং এই ভেন্যুতে বাংলা কবিতা দিবসের প্রথম অনুষ্ঠান আয়োজনের সক্রিয় সদস্য প্রয়াত শ্ৰী লক্ষণ চদ্র দেবনাথসহ কবিতা দিবসের সাথে সংশ্লিষ্ট ও সাহিত্য সংস্কৃতিমনা যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। কবি ও লেখক প্রভাষক অমিতাভ হালদারের “ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং” বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক অসীম বিভাকর, লিয়াকত চৌধুরী, কবি শাহান শাহাবুদ্দিন, কবি ও প্রাবন্ধিক রাজীব কুমার দাশ, হোসনে আরা জুলি ও মিঠুন সিদ্দিকী ।

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন নূর নূহার হাতে সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার তুলে দেন কবি সাযযাদ কাদিরের ছোট ভাই শাহ নূর আহমেদ।ভাওয়াল বদরে সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় ‘সমকালীন সংকট আত্মস্থ করেই কবিতা ঋদ্ধ হয়’ শীর্ষক শিরোনামে আলোচনা করেন অধ্যাপক তারেক রেজা, গাজীপুর মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি বিশিষ্ট সংস্কৃতিজন জনাব লিয়াকত চৌধুরী, ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি কবি শাহান শাহাবুদ্দিন ও কবি নিমগ্ন দুপুর।

ঢাকাসহ সারাদেশ থেকে অর্ধশতাধিক কবির অংশগ্রহণে বাংলা কবিতা দিবসের এই আয়োজন এলাকার শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। দেশের ১৬টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ কবিরা নিজেদের প্রকাশিত নানান বই নিয়ে মোট ১৮ টি স্টল নিয়ে বইমেলায় অংশগ্রহণ করে।

কবিতা  আবৃত্তি  করেছেন – মো. নূরুল আমিন আকন্দ, মো. শাফকাত রিজওয়ান দোহা, রেহেনা সুলতানা, শাহের বানু, আব্দুর রউফ, জহিরুল ইসলাম জয়, মো. সৌরভ সরকার, অমূল্য সরকার অমল, মো. সাদিয়ার রহমান, গোলাপ আমিন, রাজীব দাস, বকুল আশরাফ, তারেক রেজা, লুৎফর রহমান, হোসনে আরা সিদ্দিকী জুলি, শাহান শাহাবুদ্দিন, মিঠুন সিদ্দিকী, বিপ্লব রায়।

উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ২০০৪ সনে বাংলা কবিতা দিবসের প্রবর্তন করেন এবং ২০১৪ সাল থেকে গাজীপুর সদর উপজেলার নয়নপুরে নিয়মিত এই দিবসটি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024