সারাক্ষণ ডেস্ক
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ১৫ বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালের পর প্রথমবার জয় পেয়েছে ব্রাজিল।
৮০ মিনিটে ব্রাজিলের বিস্ময়–বালক এনদ্রিকের গোলে এই জয় অর্জন করে। ব্রাজিলের জার্সিতে তিন ম্যাচ খেলে প্রথম গোলে একটি রেকর্ড গড়েছেন এনদ্রিক। সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে ওয়েম্বলিতে জাল কাঁপালেন ১৭ বছর ২৪৬ দিন বয়সী এই খেলোয়াড়।
শেষ মুহূর্তে আরেকটি গোল করতে পারতেন এনদ্রিক । বক্সের সেন্টার থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। তবে ১০ মিনিটে ২০ গজ দূর থেকে নেয়া রদ্রিগোর শট রুখে দেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। তিন মিনিট পর কাইল ওয়াকারের দক্ষতায় ব্রাজিলের চেষ্টা ব্যর্থ করে দেয় ইংল্যান্ড।
বিরতির পর ইংল্যান্ড প্রথম সুযোগ পায়। অ্যান্থনি গর্ডন ছয় গজ বক্সের বাঁ প্রান্ত থেকে লক্ষ্যে শট নেন। ব্রাজিলিয়ান কিপার বেন্তো তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ।
৭১ মিনিটে পাকুয়েতা ও রদ্রিগোর বদলি হয়ে মাঠে নামেন আন্দ্রেস পেরেইরা ও এনদ্রিক। এর ৯ মিনিট পর গোলের দেখা পায় ব্রাজিল। অফসাইড যাচাইয়ে বেশ কয়েকবার রিপ্লেও দেখা হয়।
এনদ্রিকের গোলে স্তব্ধ হয়ে যায় ওয়েম্বলির গ্যালারি।
Leave a Reply