স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ ,জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এলাম্স কর্মসূচি আয়োজিত রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য তেজতুরী বাজার মডেল শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ এস এম সালেহ আহমেদ বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিং এর আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ কার্যক্রমের সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে উদ্বোধনকৃত মডেল মৌজা হতে প্রাপ্ত অভিজ্ঞতালব্দ জ্ঞান কাজে লাগাতে হবে।
Leave a Reply