নিজস্ব প্রতিবেদক
রবি অ্য়াক্সিয়াটা পিএলসি ১৪তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় টেলিকম ক্যাটাগরিতে রূপা পদক অর্জন করেছে। এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএমএবি) দ্বারা।
এটি অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। এই সম্মাননা রবি’র ধারাবাহিক কর্পোরেট শাসন এবং কর্মক্ষমতার প্রতি প্রশংসা হিসেবে প্রদান করা হয়েছে। রবি’র সিএফও, এম. রিয়াজ রশীদ পুরস্কারটি গ্রহণ করেন অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ড. সেলাহুদ্দিন আহমেদের কাছ থেকে। রবি’র সিনিয়র নেতৃবৃন্দ, সঞ্জিব কুমার ঘোষ এবং নিয়াজ মোহাম্মদ সিদ্দিকীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে শেখ বশীর উদ্দিন, মো. সেলিম উদ্দিন এবং মো. আবদুর রহমান খান। আইসিএমএবি’র গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, যেমন মাহতাব উদ্দিন আহমেদ এবং এস.এম. জাহির উদ্দিন হায়দারও উপস্থিত ছিলেন।
রবি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর, নতুন উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরে নিরলসভাবে কাজ করছে, যা দেশের ডিজিটাল প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
Leave a Reply