শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৭)

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬.০০ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

মায়া জনজাতির ভাষা, ধর্ম, ধর্মীয় বিশ্বাস, লোকাচার, রীতি-আচার সব কিছুর মধ্যে রয়েছে প্রাচীন ভাব। মায়া-সভ্যতার বিভিন্ন স্তর তথা প্রাক্-ক্লাসিক, ক্লাসিক, ক্লাসিক- উত্তর যুগে আমরা দেখেছি লোকাচারের প্রাধান্য। এই লোকাচার এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে আবার আত্মা,পূবপুরুষের প্রতি শ্রদ্ধা এবং তাদের স্মরণ করার জন্য নানা অনুষ্ঠান।

সর্বোপরি রয়েছে ভুট্টা শস্যের চাষ এবং ভুট্টাচাষকে ঘিরে আবার নানাবিধ লোকাচার। আলোচ্য পুস্তকের এই অধ্যায়ে অনুসন্ধানের মূল কেন্দ্র হল মায়াদের কিছু লোকউৎসব লোকগল্প এবং সেইসঙ্গে মায়াদের সাম্প্রতিক অবস্থা। অর্থাৎ মায়া জনগোষ্ঠী স্প্যানিশ ও ইউরোপীয় অনুপ্রবেশের পর সামাজিক, অর্থনৈতিক দিক থেকে কোনো অবস্থায় আছে।

সেই তথাও উপস্থিত করার চেষ্টা করা হয়েছে। মায়া সমাজের প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত প্রচলিত একটি জনপ্রিয় লোকউৎসবের নাম মৃতদের দিন (day of the dead- স্প্যানিশ ভাষায় একে বলা হয় (Dia de los Muerftos)। মূলত মৃতদের দিন-এর সূচনা ঘটেছিল প্রাক্-কলম্বিয়ান যুগে। এই উৎসবে মৃতশিশু এবং বয়স্কদের আত্মাকে স্মরণ করা হয়। স্প্যানিশ এবং খ্রিস্টধর্মর প্রতাপ বৃদ্ধি পাবার পর এই উৎসব নতুন এক মাত্রা অর্জন করে। এই উৎসব সাধারণত বছরের ১লা এবং ২রা নভেম্বর পালন করা হত। মায়া জনগোষ্ঠীর বর্তমান প্রজন্মও এই অনুষ্ঠান সাড়ম্বরে পালন করে, যদিও এই উৎসব-অনুষ্ঠানের মধ্যে মেক্সিকো ঘরানার মিশ্রণ ঘটেছে।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024