ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক
ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নাগরিকদের জন্য নিরবিচ্ছিন্ন , জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবা কার্যক্রমকে মডেল হিসেবে বিবেচনা করে পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আজ তেজগাঁও ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের এলাম্স কর্মসূচি কর্তৃক ঢাকা জেলার ডেমরা, কোতয়ালি, কেরাণীগঞ্জ দক্ষিণ, আশুলিয়া ও আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে জুম মিটিং-এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সহ ভূমি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি আপীল বোর্ড বিধিমালা, ১৯৯০ সংশোধন ও সংস্কার করে “ভূমি আপীল বোর্ড (সংশোধন) বিধিমালা, ২০২৪” এর প্রস্তুতকৃত খসড়া বিষয়ে একটি আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতি হিসেবে যোগদান করেন। এসময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply