ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
স্পেনীয় শাসকবর্গ মায়াদের নিজেদের অঞ্চল থেকে হটিয়ে ভৌগোলিকভাবে বিচ্যুত করতে পেরেছে কিন্তু তাদের সত্ত্বাকে পরাজিত করতে পারেনি। মায়া জনগোষ্ঠীর অনেক অংশ এখনো নিজেদের প্রথা এবং ঐতিহ্যপূর্ণ রীতি-আচার এবং বর্ষপঞ্জীকে ঘিরে অনুষ্ঠান আগ্রহ নিয়েই পালন করছে। বর্তমান প্রজন্ম, যুবক-যুবতীরা এখনো নিজেদের পুরনো পোশাক পরছে।
বর্তমান মায়ারা নিজেদের বাড়ি-ঘর এমনভাবে তৈরি করে যার ধরন, আকার পূর্বপুরুষদের বাড়ি-ঘরের মত এবং এইসঙ্গে সাম্প্রতিক আর্থ- সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে নিজেদের মিলিয়ে নেওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। মায়া অঞ্চলের এবং অন্যান্য নানা বাধাবিপত্তি সত্ত্বেও ভারতীয় পুরুষ ও মহিলা সামাজিক ও অর্থনৈতিক জীবনের কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মর্যাদা অর্জন করে আছে।
এর অন্যতম উদাহরণ রিগোবের্তা মেদুষ্ণু (Rigoberta Menchu) যিনি ১৯৯২ সালে আন্তর্জাতিক শাস্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রসঙ্গত মায়াদের বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষিতর হার সন্তোষজনক। মায়া পরিবারের প্রায় প্রতিটি সদস্য এখন প্রাথমিক স্তর থেকেই বিদ্যালয়ে যায় এবং যতদূর সম্ভব এই শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা সমাপ্ত করে সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যায়। কিন্তু এখনো একথা বলা অসঙ্গত নয় যে মায়াদের পুঁজি-নির্ভর শিল্পপ্রসার ঘটেনি। তা সম্ভব হলে ক্রমশ বেড়ে যাওয়া শিক্ষিত যুবক-যুবতী এই ধরেনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবে।
(চলবে)
Leave a Reply