শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

ভূমি ও রাজস্ব প্রশাসন সংক্রান্ত কর্মশালায় ভূমি সিনিয়র সচিব

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১.৩৭ পিএম

বিগত দিনে ভূমি সেবার নামে জনদুর্ভোগ, হয়রানি ও অনিয়মের শিকার হয়েছেন সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বিগত দিনে ভূমি নাগরিক সেবার নামে জনদুর্ভোগ, হয়রানি ও অনিয়মের শিকার হয়েছেন সাধারণ মানুষ। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ভূমি অটোমেশন কর্মসূচির মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং নম্বর ও খতিয়ান সেবা অনলাইনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করায় নাগরিক বান্ধব ভূমি সেবা নিশ্চিত হয়েছে।

তিনি আজ ভূমি ভবনের মিলনায়তনে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের ভূমি ও রাজস্ব প্রশাসন সংক্রান্ত কর্মকান্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল এঁর সভাপতিত্বে এতে অন্যানন্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম, মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও সহকারী কমিশনার(ভূমি)গণ যোগদান করেন।

ভূমি সচিব বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সফলভাবে এগিয়ে যাচ্ছে। এ অর্জনকে ধরে রাখতে, রাজস্ব আয় বৃদ্ধি তথা সার্বিক অর্থনীতিকে বিকশিত করতে ভূমি সেবা ব্যবস্থাপনায় চলমান কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য ভূমি খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ, প্রশিক্ষিত ও ব্যাপক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞানার্জন করতে হবে।তিনি আরো বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজায় পাইলটিং কর্মসূচির মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি হয়েছে। ভূমি মালিকগণ সুফল পেয়েছেন বলে মতামত ব্যক্ত করেছেন।তিনি এ অভিজ্ঞতালব্দ জ্ঞানের আলোকে কর্মসূচির সুফল সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024