শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১)

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬.০০ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা সমাজ

 সমাজ সভ্যতার ইতিহাসে লাতিন আমেরিকার একটি স্বতন্ত্র স্থান আছে। স্বাতন্ত্র ও বৈশিষ্ট্য গড়ে উঠেছিল এই বিস্তৃত অঞ্চলের অথসামাজিক এবং রাজনৈতিক ঘটনা টানাপোড়েন, দ্বন্দ্বকে কেন্দ্র করে। ছোট ছোট প্রদেশ, আরও ছোট শহর, নগর, গ্রাম এবং পাশাপাশি মালভূমি উপত্যকা, পাহাড়, নদী সবকিছু নিয়ে নিজস্ব সমস্যা এবং তার সমাধান এসবের মধ্য থেকেই এই সভ্যতা শুরু হয়েছিল।

এই সঙ্গে নিজস্ব চেষ্টা প্রয়োগ করে সামাজিক উন্নয়ন ঘটিয়েছিল। মায়া সভ্যতার পরেই আরেকটি পরিচিত সমাজ, জনগোষ্ঠী এবং সভ্যতার সন্ধান আমরা লাই যার নাম ইনকা (INCA)। প্রধানত পেরুর কুজকো (CUZCO) প্রদেশ বা অঞ্চলের প্রাচীন মানুষকে নিয়ে এই সভ্যতার সূচনা হয়েছিল। ইনকারা তাদের প্রথম আধিপত্য হড়ান শুরু করেছিল দ্বাদশ শতকে।

এই প্রসার প্রভাব-এর চূড়ান্ত পর্যায় পৌঁছয় ষোড়শ শতকে এবং দক্ষিণ আমেরিকার একক অঞ্চলের উপর কর্তৃত্ব কায়েম করায় সফল হয়েছিল ইনকা রাজারা। প্রথম দিকে প্রায় দশ লক্ষ লোক নিয়ে এই অভিযান শুরু হয়েছিল। ইকুয়েদর থেকে উত্তর চিলি পর্যন্ত ইনকার ভৌগোলিক সীমা প্রসারিত হয়েছিল। কার্যত উত্তর থেকে দক্ষিণে প্রায় তিনহাজার মাইল এই সভ্যতা বিস্তৃত ছিল।

প্রথমে নতুন অঞ্চলে অনুপস্থিত জমিদারীর মত প্রতিনিধির মাধ্যমে তারা শাসন শুরু করত। পরে ঐসব অঞ্চলে শাসক নিয়োগ করে রাজনৈতিক শাসনকাঠামো তৈরি করত এবং এক্ষেত্রে যারা নানাভাবে সাহায্য করত তাদের এক সঙ্গে করে আবার নিজস্ব এলাকা বিস্তৃত করত। এই ধীরে ধীরে সংগ্রাম বিস্তারের বিশেষ পদ্ধতি ইনকারা আয়ও করেছিল।

এই বিশেষ পদ্ধতির জন্য আক্রমণকারী স্প্যানিশ শাসকরা ইনকাদের সম্পূর্ণ অর্থে সাম্রাজ্য বলত না। বরং এই শাসন ব্যবস্থাকে আদিবাসীদের কনফেডারেশন বলা বেশি সঙ্গত বলে মনে করত।এই আদিবাসীগোষ্ঠীগুলি নিজেদের একটি কাউন্সিল (পরিষদ) গঠন করে শাসন ব্যবস্থা গড়ে তুলত। এই আদিবাসী জনগোষ্ঠীরা ইনকা শাসকের কাছে নিজেদের অস্তিত্বকে সমর্পণ করত। ইনকা হল ‘পবিত্র’ (divine) এবং সূর্যদেবতার প্রতিনিধি। তথ্য থেকে জানা যায় ১৫০০ খ্রিস্টাব্দ নাগাদ ইনকারা আমেরিকার সবচেয়ে ধনী এবং বড় শাসকে পরিণত হয়েছিল।

(চলবে)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024