শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩)

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৭.০০ পিএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

রাজা পাচাকুতির মৃত্যুর পর তার ছেলেরা সাম্রাজ্য বিস্তারের অভিযান শুরু করে। অতি দ্রুত আধুনিক ইকুয়েদর পর্যন্ত অঞ্চল এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। দক্ষিণ দিকে উত্তর চিলি এবং পূর্বদিকে আর্জেন্তিনা ও বলিভিয়ার কিছু অংশ যুক্ত হয়ে যায়। এই বিস্তীর্ণ অঞ্চলে ইনকারা প্রায় একনায়কত্ব (Totalitarion) রাষ্ট্র গড়ে তুলেছিল। মোটামুটিভাবে সবাই মনে করেন ইনকাদের তেরটি সম্রাট ছিল।

এই শাসকরা বিভিন্ন নামে পরিচিত ছিল। কয়েকটি এরকম-সাপা ইনকা, কাপাক এপু, ইনতিপ কোবি। প্রথম সাত সম্রাটের সময় ইনকা সাম্রাজ্য তেমন বড় ছিল না। ইনকারা ছিল ছোট ছোট আদিবাসীতে বিভক্ত। কুজকো ছাড়া খুব বেশি দূরে তারা আধিপত্য ছড়াতে পারেনি। তেরটি সম্রাট বা শাসক-এর নাম এরকম-

১. মাংকো কাপাক (Manco Capac)।

২. সিংচি রোকা (Sinchi Roca).।

৩. লোকে উপাংকি (Loque Youpanque)।

৪. মায়তা কাপাক (Mayta Capac)।

৫. কাপাক উপাংকি (Capac Yupanque)।

৬. ইনকা রোকা (Inca Roca)।

৭. উহুয়ার হুয়াকাক (Yuhuar Huacac)।

৮. বীরাকোচা ইনকা (Viracocha Inca)।

৯. পাচাকুতি ইনকা উপাংকি (Pachacuti Inca Yupanque)।

১০. তাপা ইন্‌কা উপাংকি (Topa Inca Yupanque) (১৪৭১-৯৩),

১১. হুয়ানা কাপাক (Huyana Capac) (১৪৯৩-১৫২৬),

১২. হুয়াসকার (Huascar) (১৫২৫-৩২),

১৩. আতালুয়ালপা (Atalualpa) (১৫৩২-৩৩),

রাজা বা সম্রাট যাই বলি না কেন এদের নিয়েও নানারকম লোকগল্প প্রচলিত আছে। গার্সিলাসো (Garcilaso)-র দেওয়া তথ্য বলছে- ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মানকো কাপাক এবং তার বোনের জন্ম হয়েছিল তিতি কাকা দ্বীপে এবং সূর্যদেবতার আর্শীবাদে এই জন্ম সম্ভব হয়েছিল। অন্য একটি গল্পে বলা হয়েছে মানকো কাপাক এবং তার ভাইবোনের তাম্পো তোকে (Tampo Toceo) নামে একটি পাহাড়ের তিনটি গুহার মধ্যে জন্ম হয়েছিল। এর পরবর্তীকালে এদের যা নাম আমরা দেখি তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত জনজাতির মিল আছে বলা যায়। মাংকে কাপাকের তিন ভাই এবং চার বোনের নাম পরপর এরকম।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024