বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ভুমি সিনিয়র সচিব

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬.৫২ পিএম

ভূমি মন্ত্রণালয় ভূমির সদ্ব্যবহার আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ দক্ষ জনবল গড়ে তুলছে

নিজস্ব প্রতিবেদক 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক ভৌগলিক কারণে জনগণ ভূমির ওপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল নগর সভ্যতা, মানুষের জন্য,বাসস্থান, শিল্পায়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে ভূমির সদ্ব্যবহার আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ দক্ষ জনবল গড়ে তুলতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে ভূমি খাত সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের জন্য ভূমি মন্ত্রণালয় কেন্দ্রীয় মাঠ পর্যায়ে ব্যাপক তাত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ  কার্যক্রম বাস্তবায়ন করছে তিনি আজ ভূমি ভবনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে নামজারি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দুদিন ব্যাপী আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল এবং ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম । এ কর্মশালায় ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬ জন কর্মকর্তা যোগদান করছেন। ১০ টি কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত ২৫০ জন কর্মকর্তা শিগিরই মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।

কর্মশালায় জানানো হয়, ভূমি অটোমেশন ব্যবস্থাপনা প্রকল্প কর্মসূচির মাধ্যমে একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামক সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি করণ, একটি  ইন্টার অপারেবল ভূমি উপাত্তভান্ডার (ডাটাবেইজ) তৈরি, ভূমি প্রশাসনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল জনবলকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সুদক্ষ করে তোলা হবে। অনলাইনে অফিস ব্যবস্থাপনা ও ইলেকট্রনিক রাজস্ব আদালত ব্যবস্থাপনা গড়ে তোলা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় সেবা সহজে নাগরিকদের কাছে পৌঁছানো ও আধুনিকীকরণ এবং এ সিস্টেমের সাথে সরকারের অন্যান্য সেবাকে সিনক্রোনাইজেশন করণ।

কর্মশালায় আরো জানানো হয়, ভূমি ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট সকল ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি সংক্রান্ত সর্বমোট ৫২৪৭ টি অফিসে অটোমেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একসাথে অনলাইন ও ইলেকট্রিক ভূমি সেবা চালু করণ কাজ চলছে। দেশের সমস্ত ভূমির সকল শ্রেণীর তথ্য ভান্ডার তৈরী করণ, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা রেকর্ড সংশোধন ও  হালনাগাদকরণ (সমন্বিত প্রক্রিয়ায় নামজারি, জমাভাগ ও জমা একত্রিকরণ)। এছাড়া রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, খাসজমি বন্দোবস্ত (কৃষি-অকৃষি জমি, চা বাগানের মেয়াদি লিজ), সায়রাতমহাল, অর্পিত সম্পত্তি, ওয়াকফ, দেবোত্তর ও অনান্য সম্পত্তি ব্যবস্থাপনা, সরকার পক্ষীয় দেওয়ানি মামলার তথ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজড এর মাধ্যমে সহজে নাগরিকদের কাছে পৌঁছানো ও আধুনিকীকরণ এবং সিস্টেমের সাথে সরকারের অন্যান্য সেবাকে সমন্বিত করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024