বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

তারল্য সংকটে থাকা ছয় ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা ধার কেন্দ্রীয় ব্যাংকের

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১.২৫ এএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “ঝুঁকিপূর্ণ বাহনে স্কুলে যায় শিশুরা, নেই স্কুলবাস”

সরু তিনটি চাকা। তার ওপর খাঁচার মতো একটি কাঠামো। নাম দেওয়া হয়েছে স্কুলভ্যান। একেকটি ভ্যানে চড়ে স্কুলে যায় ছয় থেকে আটটি শিশু। ভ্যানগুলোর নিবন্ধন নেই, চালকের প্রশিক্ষণ নেই। গতকাল রাজধানীর মিরপুর রোডে সরু তিনটি চাকা। তার ওপর খাঁচার মতো একটি কাঠামো। নাম দেওয়া হয়েছে স্কুলভ্যান। একেকটি ভ্যানে চড়ে স্কুলে যায় ছয় থেকে আটটি শিশু। ভ্যানগুলোর নিবন্ধন নেই, চালকের প্রশিক্ষণ নেই। গতকাল রাজধানীর মিরপুর তিন চাকার একটি ভ্যানগাড়ি। তার ওপর খাঁচার মতো কাঠামো। নাম দেওয়া হয়েছে ‘স্কুলভ্যান’। এই স্কুলভ্যানে একেকটিতে ছয় থেকে আটজন করে স্কুলে যায় ঢাকার স্বল্প আয়ের পরিবারের শিশুরা। জনপ্রতি ব্যয় দূরত্বভেদে মাসে এক থেকে তিন হাজার টাকা, যা বেশির ভাগ ক্ষেত্রে স্কুলের বেতনের চেয়ে বেশি।

যাঁদের আয় আরেকটু বেশি, তাঁরা সন্তানকে স্কুলে নিয়ে যান রিকশা অথবা ব্যাটারিচালিত অটোরিকশায়। কেউ নিয়ে যান মোটরসাইকেলে। যাঁরা সচ্ছল তাঁরা সন্তানকে স্কুলে আনা–নেওয়া করতে গাড়ি থাকে। যেটা প্রয়োজন, সেটা নেই বেশির ভাগ স্কুলে। সেটি হলো স্কুলবাস।

বিশেষজ্ঞরা বলছেন, স্কুলভ্যানের মতো অনুমোদনহীন যানবাহন, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার রাজধানীর যানজট বাড়াচ্ছে। সকালে ক্লাস শুরুর আগে এবং দুপুর ও বিকেলে ছুটির সময় স্কুলকেন্দ্রিক সড়কে যানজট ব্যাপক ভোগান্তি তৈরি করে এই ব্যক্তিগত গাড়ি।

 

দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “আজ বায়তুল মোকাররমে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম”

ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

নেতারা বৈঠকে বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?

বৈঠকে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হেফাজত ইসলামের নেতারা।

 

বণিক বার্তার একটি শিরোনাম “তারল্য সংকটে থাকা ছয় ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা ধার কেন্দ্রীয় ব্যাংকের”

তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর লেনদেন পুরোপুরি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে ছয়টি ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা ধার দেয়া হয়েছে। এরপরও কোনো ব্যাংকের নগদ টাকা প্রয়োজন হলে সেটির জোগান দিতেও বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

কেন্দ্রীয় ব্যাংকে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও সরকার আমানতকারীদের প্রাপ্য মর্যাদা অক্ষুণ্ন রাখতে চায়। আপনারা যে ব্যাংকেই টাকা রাখুন না কেন, সেটি নিরাপদ। কোনো কারণেই আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না। রোববার ব্যাংকগুলোর সব শাখা থেকেই চাহিদা অনুযায়ী টাকা তোলা যাবে।’

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘যেসব ব্যাংকে তারল্য সংকট চলছে, সেগুলোর প্রতি গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে আমরা চাই, দেশের প্রতিটি আমানতকারী যেন মনে করেন ও আশ্বস্ত হন, তাদের আমানত নিশ্চিন্ত। সেটি যে ব্যাংকের আমানতই হোক না কেন। কেন্দ্রীয় ব্যাংক ও সরকার আমানতকারীদের স্বার্থ পুরোপুরি দেখবে। এটি হলো আমাদের মৌলিক নীতি। এ নীতির সঙ্গে সংগতি রেখে আমরা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দাঁড়িয়েছি। তাদের প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেয়া হচ্ছে। ব্যাংকগুলোর প্রত্যেক আমানতকারী সুরক্ষিত থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি।’

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে দেশের ছয়টি বেসরকারি ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৫ হাজার ৫০০ কোটি টাকা। আর ৫ হাজার কোটি টাকা পেয়েছে এক্সিম ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৪ হাজার কোটি টাকা করে। চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি টাকা করে দেয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত গতকালের সংবাদ সম্মেলনে এসব ব্যাংকের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মানবজমিনের একটি শিরোনাম “রাখাইন রাজ্যে বিস্ফোরণে কাঁপল টেকনাফ, আতঙ্কে এলাকাবাসী”

মিয়ানমারের রাখাইন রাজ্যে পর পর কয়েকটি বিকট বিস্ফোরণে টেকনাফ এলাকার বাড়িঘর কেঁপে উঠেছে। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিন থেকে পাঁচটি বিকট শব্দ শুনতে পান টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাসিন্দারা।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছে, গত এক বছরে মিয়ানমারে চলমান সংঘাতে এমন শব্দ আগে কখনো শোনা যায়নি। বিস্ফোরণের শব্দের পর অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতের বিস্ফোরণের শব্দটি অনেক বেশি ভয়াবহ।’ এর আগে এমন শব্দ আর কখনও শোনা যায়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024