স্বদেশ রায়
অসুরজয়ীর বিসর্জন তো বিদায় নয়;
ফিরে আসা তার লগ্ন মাফিক –
রণ বেশে।
জানিয়ে দিতে সভ্যতাকে
কাধে নিয়ে বয়ে চলে
যুদ্ধ সেই তো মন্ডলেরই জম্ম থেকে।
বীজের অঙ্কুর তুলতে মাথা যুদ্ধ করে
নতুন তাজা পত্রমূলের ফলার জোরে মাটির সাথে।
যেমন চিরকালের ভালোবাসায় যুদ্ধ করে নারী-
গাছে গাছে নতুন ফুল চিনতে।
এমনি করে কোন সে পথিক
রেখে গেছে অস্ত্র গেথে
সকল চলার সঙ্গে।
গভীর নিশী ঢাকলে পৃথিবী
নীরবতাও ডাক দিয়ে যায়-
বলাকার ওই গতির পাখায়
বাতাস ছেড়ার তীব্রতর শব্দ তুলে ।
জম্মদাত্রীর গর্ভ অগ্নি
জঠর ফেলে ওঠে তখন আকাশে
ছড়িয়ে রশ্মি, শক্তিদাত্রী কন্ঠ-ভৈরব
গেয়ে ওঠে, জাগো জাগো-
এনেছি লগ্ন, এনেছি শক্তি।
ভাঙ্গো পাথর, জাগাও জীবন- স্বর্গ মর্ত্য সাগর তলে।
দেখবে ঠিকই সময় হলে অসুরজয়ী
বাজিয়ে মাদল, উড়িয়ে আঁচল-
আসবে তোমার সঙ্গে-
চিরকালের ভৈরবী যেমনি করে
ঘুরে ঘুরে আসে তোমার- তোমার ও তোমার সাথে
জয়ের রথে, কঠিন পথে, বারে বারে।
Leave a Reply