ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ভাই আকা আয়ার (Auca Ayyar) কাচি আয়ার (Cachi Ayyar): উচু আয়ার Uchu Ayyar); বোন-অক্লো আম্মা (Ocllo Amma); হুয়াকো আম্মা (Huaco Amma) কোরা আম্মা (Cora Amma); রায়া আম্মা (Raya Amma); এখানে লক্ষ্য করবার বিষয় কেরল সহ অন্যান্য দক্ষিণ ভারতীয় রাজ্যে আম্মা শব্দটি খুবই পরিচিত। ইনকা রাজাদের পদবী আবার রাও (যেমন ভিকাকে রাও)। একথা বলা হয় আয়ার এবং রাও শব্দে দুটির মূল উৎস সংস্কৃত আর্য (Arya); রাজন (Rajan)।
আদতে অক্লো (Icllo) শব্দটির তামিল ভাষায় মানে হল বোন (Sister)। এই কারণে অনেকে মনে করেন অক্লো আম্মা হয়তো মূলত তামিলজাত ছিলেন। ইনকা সাম্রাজ্যের মূল সূচনায় ফিরে গিয়ে আমরা দেখি তেপারি ইনকা সাম্রাজ্যের অবিস্মরণীয় দ্রুত প্রসার শুরু হয়েছিল বীরাকোচার ছেলে পাচাকৃতির শাসনকাল থেকে। এই পাচাকুতিকে আমেরিকা মহাদেশের বিরাট ব্যক্তি বলা হয়। আমেরিকার জনজাতির মধ্যেও সবচেয়ে সফল রাজা ছিলেন এই পাচাকুতি। পাচাকুতি এবং তার ছেলে তোপা (Topa) খুব শক্তিশালী রাজা ছিলেন এবং অনেক অঞ্চল জয়লাভ করে নিজেদের সাধারণ সাধ্যমত গড়ে তুলেছিলেন।
আক্রমণ পরিকল্পনা: ইনকা রাজা বা সম্রাটদের সামগ্রিক পরিকল্পনাই ছিল খুব পরিষ্কার। ইনকাদের অপর গোষ্ঠীর নাম আইমারা ভাষাগোষ্ঠী এবং এরা ‘তিতিকাকা’ (Titicaca) হ্রদ এলাকার। এদের কৌশল করে পরাস্ত করে এবং এরপরে নিকটবর্তী অঞ্চলগুলি (কুজকোর কাছে) দখল করে নেয়।
এরপর আর বিশেষ কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। এই পর্যায়ে কিতো (Quto), ইকুয়েদর, পেরুর উত্তর উপকূল অঞ্চল ধীরে ধীরে বশ্যতা স্বীকার করে নেয়। তোপা ইনকার ছেলেও সাম্রাজ্য বিস্তারের অভিযান চালিয়ে যায় এবং ইকুয়েদের এর আনকাসমায়ো (Ancasmayo) নদী পর্যন্ত সীমানা বাড়ায়।
(চলবে)
Leave a Reply