রেজাই রাব্বী
বছরের জানুয়ারি মাস থেকে মুক্তি পাবে পাবে বলেও শেষমেষ নভেম্বরের ১৫ তারিখে বেশ বড় পরিসরের মুক্তি পেয়েছে ঢালিউড কিং সাকিব খানের খুব প্রতীক্ষিত ‘দরদ ’ সিনেমা। তবে সম্প্রতি ‘দরদ ’ পাইরেসির শিকার হয়। যা চলচ্চিত্রের জন্য অশনি সংকেত বলে মনে করেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক। টুইস্ট,কমেডি, সাইকো ক্রাইম থ্রিলার ও ইমোশনের মিশ্রণ দারুন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়। যাতে দেখা যায় দুলু মিয়া চরিত্রে সাকিব খান ও ফাতেমার চরিত্রে সোনাল চৌহানের জীবনকে ঘিরে ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমায় ইমরানের গাওয়া ” মন বলে রাখবো রে তোমার চোখে চোখ ” গানটি অসাধারণ ছিল। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমায় সাকিবিয়ানরা দুলু মিয়া চরিত্রে খুব উপভোগ করেছন তাকে। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’এ দেখা গেছে ভিন্ন এক সাকিবকে। বাংলাদেশ এবং কলকাতার বড় বড় অভিনেতা অভিনেত্রী সবাইকেই একত্রিত করা হয় এই সিনেমায়। সিনেমার ট্রেলার দেখে মনে হয়েছিল সাইকো থ্রিলার গল্প হবে, যে তার বউকে খুব ভালোবাসে, তার বউয়ের জন্য সব করতে পারবে সে।
রহস্যজনক গল্পে শাকিব খানের সাথে সোনাল চৌহানের সাংসারিক জীবন ও কেমিস্ট্রি বেশ ভালোই ছিল। ‘দরদ ’ সিনেমার প্লট দারুন লেগেছে । সিনেমার গল্পটি দুলু নামের এক সিএনজি ড্রাইভারকে নিয়ে। দুলু সোজা, সহজ—সরল, সাধারণ মানুষ। দুলু মারাত্মকভাবে বউ পাগল। বউ ফাতিমার মুখের হাসির জন্য দুলু সব করতে পারে। আর অন্যদিকে ফাতিমা আবার পাগল সিনেমার হিরো সরফরাজের জন্য। স্বামী দুলুর থেকেও যেন সরফরাজকে বেশি ভালোবাসে ফাতিমা। দুলু বউকে খুশি করতে সরফরাজের শুটিং সেটে নিয়ে যায় দেখা করাতে। আর এটাই কাল হয়ে আসে দুজনের জীবনে।
ফাতিমা নিজ হাতে রসগোল্লা বানিয়ে দেয় আর দুলু সরফরাজের সাথে দেখা করে সেটা খাওয়ায়। এরপরই জানা যায় সরফরাজ খুন হয়েছে। পুলিশ নামে এই খুনের রহস্য উন্মোচনে।সিনেমাটির কাহিনীতে দুটি বিপরীতধর্মী চরিত্রের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। এই দুটি চরিত্র তাদের সম্পর্কের মধ্যে নানান চড়াই—উতরাই পাড়ি দিয়ে একে অপরকে বুঝে সম্পর্কের আসল মানে খুঁজে বের করার চেষ্টা করে।
কিন্তু গল্পের প্রয়োজনে বিভিন্ন টুইস্ট সামনে আসতে শুরু করে। মাঝে মধ্যে কিছু টুইস্ট এবং পরিবর্তন এসেছে যা সিনেমাটির আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে। সবশেষ ‘দরদ’ গল্পে দেখা যায় নায়িকা আত্মহত্যা করেন।গল্পে সবকিছু একদম ঠিকঠাক মনে হলেও সোনাল চৌহান হিন্দি ভাষার অভিনেত্রী হওয়ায় বাংলা ডাবিংয়ে একটু সমস্যা ছিলো।
উল্লেখ্য, সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।
Leave a Reply