ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: আগামী বুধবার থেকে সরবরাহ শুরু হচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের মেট ৭০ সিরিজের ফোন। এর আগে গেল মঙ্গলবার চারটি নতুন মডেল : মেট ৭০, মেট ৭০ প্রো, মেট ৭০ প্রো প্লাস ও মেট ৭০ আলটিমেট ডিজাইন বাজারে আনার ঘোষণা দেয় হুয়াওয়ে।
এরইমধ্যে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ফোনগুলোর ডেলিভারি শুরু হবে। বৈশিষ্ট্যভেদে ফোনগুলোর দাম ৭৫৭ ডলার থেকে এক হাজার ১০২ ডলারের মধ্যে।
হুয়াওয়ে নিজস্বভাবে এক্সম্যাজ ইমেজিং সিস্টেম তৈরি করেছে। ছবি তোলার পর ডাইমেনশন, রেজল্যুশন ও ফরম্যাট স্বয়ংক্রিয়ভাবে ঠিক করবে এই সিস্টেম।
এটি চলবে জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) সাহায্যে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি
Leave a Reply