মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

বুধবার থেকে হুয়াওরের মেট ৭০ সিরিজের ফোন সরবরাহ শুরু

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১.৫২ পিএম

ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: আগামী বুধবার থেকে সরবরাহ শুরু হচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের মেট ৭০ সিরিজের ফোন। এর আগে গেল মঙ্গলবার চারটি নতুন মডেল : মেট ৭০, মেট ৭০ প্রো, মেট ৭০ প্রো প্লাস ও মেট ৭০ আলটিমেট ডিজাইন বাজারে আনার ঘোষণা দেয় হুয়াওয়ে।

এরইমধ্যে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ফোনগুলোর ডেলিভারি শুরু হবে। বৈশিষ্ট্যভেদে ফোনগুলোর দাম ৭৫৭ ডলার থেকে এক হাজার ১০২ ডলারের মধ্যে।

হুয়াওয়ে নিজস্বভাবে এক্সম্যাজ ইমেজিং সিস্টেম তৈরি করেছে। ছবি তোলার পর ডাইমেনশন, রেজল্যুশন ও ফরম্যাট স্বয়ংক্রিয়ভাবে ঠিক করবে এই সিস্টেম।

এটি চলবে জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) সাহায্যে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024