বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

“রোড টু চ্যাম্পিয়ন -০৪” এর চ্যাম্পিয়ন কুয়েটের আন্ডারস্কোর

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪.৩০ পিএম

সারাক্ষণ ডেস্ক

টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি (টিইএস) চতুর্থবারের মতো “রোড টু চ্যাম্পিয়ন -০৪” প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার (১লা ডিসেম্বর, ২০২৪ইং) রাত আটটায় অনলাইনে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিলো ‘পঞ্চাশ হাজার টাকা’ সমপরিমাণের ট্রেনিং সেশন ও পুরস্কার।
গত ২৩শে অক্টোবর, ২০২৪ ইং তারিখ থেকে ৫ই নভেম্বর, ২০২৪ ইং তারিং পর্যন্ত “রোড টু চ্যাম্পিয়ন-০৪” এর রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো। উক্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছিলো ৩০০ টাকা মাত্র। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চারটি ধাপে (কুইজ চ্যালেঞ্জ, আর্টিকেল রাইটিং, পিকচার পার্সপেক্টিভ ও কেস স্টাডি চ্যালেঞ্জ)। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে গত ১৩ই নভেম্বর, ২০২৪ ইং তারিখ কুইজ রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে প্রতিযোগীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ট্রেনিং সেশন, কালচার নাইটসহ চমকপ্রদ আয়োজন ও ছিলো।
প্রতিযোগিতায় সর্বশেষ রাউন্ডের জন্য সর্বমোট ৬ টি টিম নির্বাচিত হয় এবং বিজয়ী হিসেবে ৩টি টিম নির্বাচিত হয়। “রোড টু চ্যাম্পিয়ন-০৪” এর চ্যাম্পিয়ন হয় টিম আন্ডারস্কোর (কুয়েট), ১ম রানারআপ হয় টিম স্টিচ এন্ড স্টাইল (বুটেক্স) এবং ২য় রানারআপ হয় টিম হেল্ডেনমান্ট (পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ)।
চূড়ান্ত পর্যায়ের অতিথি হিসেবে ছিলেন জনাব আবদুল হাকিম (সিএমও, হুরাইন হাইটেক লিমিটেড) এবং জনাব. মো: রিফাতুর রহমান মিয়াজী (ফাউন্ডার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি) এবং কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন জনাব. মো: মোরশেদ আলী (সিওও, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি)। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব. কাজী রুমিজ হোসেন (জিএম, সাপ্লাই চেইন, মন্ডল গ্রুপ), জনাব. শওকত ইকবাল (জিএম-এইচআর, ইপিলিয়ন গ্রুপ),  জনাবা উম্মে আফিয়া আক্তার (ম্যানেজার-এইচআর, হামিম গ্রুপ) এবং জনাব. মো: ইমাদাদুল্লাহ (ম্যানেজার, এপেক্স হোল্ডিংস লিমিটেড)।
“রোড টু চ্যাম্পিয়ন-০৪” নিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির ফাউন্ডার জনাব. মো: রিফাতুর রহমান মিয়াজী বলেন, “‘রোড টু চ্যাম্পিয়ন’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করার দারুণ একটা সুযোগ পেয়েছে। যা তাদেরকে আত্নবিশ্বাসী ও ভবিষ্যতে টেক্সটাইল শিল্পের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে, মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।”
শিক্ষার্থীদের পারিপার্শ্বিক এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবছর চতুর্থবারের মতো আয়োজিত ‘রোড টু চ্যাম্পিয়ন’ প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জন্য সমস্যা সমাধানের দক্ষতা ও টেক্সটাইল বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে একটি দূর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024