সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

সরকারি নথিসমূহ সময়ক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হবে-ভূমি উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬.২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ভুমি মন্ত্রণালয় তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বর্তমান অন্তবর্তী সরকার ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পিত উপায়ে কাজ করছে। তিনি বলেন, যাতে জনগণের কল্যাণে ব্যাঘাত না ঘটে, সেজন্য সরকারি নথিসমূহ দীর্ঘসূত্রিতা বা সময়ক্ষেপণ করা চলবে না। এসব নথির কার্যক্রম নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।

ভূমি উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিমসহ মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয় নাগরিকদের জন্য দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা প্রদানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে মানুষকে কোন মধ্যসত্বভোগী কারো কাছে না গিয়ে ঘরে বসে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্স ও দাখিলা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে।তিনি প্রকল্প কর্মকর্তাদেরকে প্রকল্প কাজে নিয়মিত তদারকি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদন ও কাজের গুণগত মান বজায় রেখে জনকল্যাণ নিশ্চিতকরণের পরামর্শ দেন।

সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমি ভবনে ভূমিসেবায় নাগরিক অভিযোগ (দাখিল ও ব্যবস্থাপনা) নির্দেশমালা-২০২৪ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকেলে তিনি ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা-২০২৪ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024