ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: গাজায় ক্ষতিগ্রস্ত নারীদের অধিকার রক্ষায় যুদ্ধ বিরতির জন্য কাজ করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ‘নারী, শান্তি এবং নিরাপত্তা’ বিষয়ক বৈঠকে মঙ্গলবার ফু ছোং বলেন, গাজা উপত্যকায় যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের অবশ্যই একত্রিত হতে হবে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ফু বলেন, বর্তমানে বিশ্বের ৬০০ মিলিয়নেরও বেশি নারী ও মেয়েশিশু যুদ্ধ ও সংঘাতের শিকার হচ্ছে, বিশেষ করে গাজায়। সেখানে চলমান যুদ্ধের ফলে ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছে, যাদের ৭০ শতাংশ নারী ও শিশু।
ফু নারী উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে চীনের প্রতিশ্রুতি এবং বিশ্বব্যাপী নারীদের জন্য তার সক্রিয় সমর্থনের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, “নারী, শান্তি এবং নিরাপত্তা” এজেন্ডা প্রচারে এবং নারীর অধিকার রক্ষায় সবগুলো দেশেরই দায়িত্ব রয়েছে।
শান্তা/মিম
Leave a Reply