সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘ভাষার গান’ নিয়ে আসছেন রিজিয়া ও দিঠি ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৫৮) আমেরিকা- ভারত সম্পর্ক ২১ শতকের বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক হবে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন–সুবিধা চালুর প্রস্তাব ডেমোক্র্যাটরা মাস্ক ডেরেঞ্জমেন্ট সিনড্রোমে ভুগছে প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯২) কিয়েভ রাশিয়ার সাথে শান্তি আলোচনা শুরুর আগে ‘নিরাপত্তা গ্যারান্টি’ চায় বুর্জোয়া নেতৃত্ব না থাকায় আমেরিকার ডেমোক্র্যাট দল এখন বিপাকে অ্যাপল এনক্রিপশণ সেবাকে বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা মোবাইল ইন্টানেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে হাইকোর্টের রুল

সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৭ পিএম

ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য প্রাকৃতিক পরিবেশপ্রতিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন, সমাজে বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য প্রাকৃতিক পরিবেশপ্রতিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য বর্তমান অন্তবর্তী সরকার জুলাই বিপ্লবের সুফল ভূমিখাত সংশ্লিষ্ট মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) এর মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচি বাস্তবায়ন করছে এতে করে ভূমি মালিকানা স্বত্ত্বের নিরাপত্তা সাধন হানাহানি বন্ধ হবে কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের বিসিএস ক্যাডারের সার্ভে সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু পেশাগত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে

উপদেষ্টা আজ তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত ৫১ দিন ব্যাপী  ১৩৬তম  সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে এসব কথা বলেন।

ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ, ভুমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ডিএলআরএস পরিচালক মো: মোমিনুর রশীদ। এ কোর্সে বিসিএস (প্রশাসন), পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৮ জন কর্মকর্তা অংশ নেন।

ভূমি উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব কাজে আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে হবে। এজন্য ভূমি খাতের সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের হাতে-কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক এবং আধুনিক-যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্দ জ্ঞানের আলোকে ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব হিসেবে গড়ে উঠবে বলে আশাব্যক্ত করেন।

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ভূমি খাতের গুরুত্ব অপরিসীম। তিনি প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের স্বীয় মেধা, মনন ও প্রশিক্ষণলব্দ জ্ঞান দিয়ে ভূমি সেবায় জনস্বার্থে কাজ করার আহ্বান জানান।তিনি তাদেরকে জনগণের সাথে সদাচরণ ও নথি নিয়ে হয়রানি না করে যথাসময়ে নিষ্পত্তি করণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024